এক্সপ্লোর
Advertisement
Apple Event Today: আজ অ্যাপল ইভেন্ট ২০২০: কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং, লঞ্চ হচ্ছে কোন কোন ডিভাইস
Apple Time Flies Event 2020: অ্যাপল-প্রেমীরা যে দিনটির জন্য এত দিন ধরে অপেক্ষা করছিলেন, আজ সেই দিন। অ্যাপলের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোভিড-১৯ অতিমারির কারণে অনুষ্ঠানটি হবে অনলাইনে। এই অনুষ্ঠানে অনেক উদ্ভাবনী এবং ভবিষ্যতে কার্যকরি এমন সব ডিভাইস প্রদর্শিত হবে।
নয়াদিল্লি: অ্যাপল-প্রেমীরা যে দিনটির জন্য এত দিন ধরে অপেক্ষা করছিলেন, আজ সেই দিন। অ্যাপলের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোভিড-১৯ অতিমারির কারণে অনুষ্ঠানটি হবে অনলাইনে। এই অনুষ্ঠানে অনেক উদ্ভাবনী এবং ভবিষ্যতে কার্যকরি এমন সব ডিভাইস প্রদর্শিত হবে। ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানটির নাম ’টাইম ফাইলস‘। অনুষ্ঠানটি হবে ক্যালিফোর্নিয়ার কাপার্টিনোয় অ্যাপলের সদর দফতরেরর স্টিভ জোবস থিয়েটার হলে।এই টাইম ফাইলস‘ই অ্যাপলের প্রথম ভার্চুয়াল অনুষ্ঠান।
যেখানে সরাসরি দেখা যাবে
এই অনুষ্ঠানটি অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ডেডিকেটেড অ্যাপল ওয়েবসাইটে দেখা যাবে। ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।
আইফোন ১২ লঞ্চিংয়ে সাসপেন্স
অ্যাপলে এই অনুষ্ঠানে আইফোন১২-এর আত্মপ্রকাশ নিয়ে সাসপেন্স অব্যাহত। সূত্রের খবর, আজকের অনুষ্ঠানে আইফোন১২ সম্ভবত লঞ্চ করা হচ্ছে না। পৃথক কোনও অনুষ্ঠানে আইফোন১২ বাজারে আনতে পারে অ্যাপল। করোনার কারণে সাপ্লাই চেনে কিছু সমস্যার দরুন আইফোন১২-র আত্মপ্রকাশে কিছুটা দেরি হচ্ছে।
অ্যাপল ওয়াচ সিরিজ-৬ চালু হবে
এই অনুষ্ঠানে অ্যাপল তার নতুন ওয়াচ সিরিজ-৬ চালু করবে। এতে রক্তে অক্সিজেনের স্যাচুরেশন মনিটারিং টেকনোলজি থাকবে। স্লিপ (ঘুম) ট্র্যাকিং প্রযুক্তি থাকছে ওয়াচ ওএস-৭। সিরিজ-৬-এ একটি আপগ্রেড প্রসেসর এবং উন্নতমানের ব্যাটারি থাকবে। আজকের অনুষ্ঠানে আইপ্যাড এয়ার, হোম পড এবং অ্যাপল টিভি স্ট্রিমিং বক্সও চালু করা হতে পারে।
অ্যাপল ওয়াচ এসই
অ্যাপলপ্রেমীদের আশা, চলতি বছরেই অ্যান্টি লেভেল অ্যাপল ওয়াচ বাজারে আসবে। এটা ওয়াচ সিরিজ৬-এর মতো হতে হতে পারে। তবে প্রযুক্তিগত গুণমানের দিক থেকে একটু অন্যরকম।
আইপ্যাড এয়ার৪
আজকের অনুষ্ঠানে আইপ্যাড এয়ার-ফোর আত্মপ্রকাশ করতে পারে। এর নকশা আইপ্যাড প্রো-এর মতোই হতে পারে। এর জন্য অ্যাপলপ্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে। এর দাম কত হবে তা এখনও জানা যায়নি।
অ্যাপল এয়ারট্যাগ
এটিও আজ জনসমক্ষে আনতে পারে অ্যাপল। এই জিনিসটি নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। আইটেম ট্র্যাকার এয়ারট্যাগগুলি হল ছোট ট্র্যাকিং টাইল যা ব্লুটুথের সঙ্গে সংযোগ থাকে। এই যন্ত্রটি হারিয়ে যাওয়া বৈদ্যুতিন পণ্যের সন্ধান দিতে সহায়তা করতে পারবে।
অ্যাপল এয়ারপড
আজই বাজারে আসতে পারে অ্যাপল এয়ারপড।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement