এক্সপ্লোর
Advertisement
ওয়ান প্লাস এইট ও ওয়ান প্লাস এইট প্রো: ভারতে বিক্রি কবে থেকে, দাম কত, কী বৈশিষ্ট্য, জেনে নিন
দুই ফোনেই থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে, ফাইভ জি কানেক্টিভিটি, ১২ জিবি র্যাম এবং অধিক স্টোরেজ। দুটি ফোনেই থাকছে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫। ওয়ান প্লাস এইট প্রোর পেছনে চারটি ক্যামেরা রয়েছে। অন্যদিকে ওয়ান প্লাস এইটের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা।
নয়াদিল্লি: ভারতে ওয়ান প্লাস এইট ও ওয়ান প্লাস এইট প্রো-র দাম কত হবে, সোমবার তা ঘোষণা করল সংস্থা। ওয়ান প্লাস এইট সিরিজের মোবাইল ফোনের দাম শুরু হবে ৪১,৯৯৯ টাকা থেকে। মে মাস থেকে শুরু হবে বিক্রি। ততদিনে লকডাউন উঠে ভারতের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলেই আশাপ্রকাশ করেছে সংস্থা। ওয়ান প্লাস বুলেটস জেড ফোনেরও দাম ঘোষণা করেছে সংস্থা।
ওয়ান প্লাস সেভেন টি ফোনের সঙ্গে বৈশিষ্ট্যের দিক থেকে অনেকটাই সাদৃশ্য রয়েছে ওয়ান প্লাস এইটের। তবে স্ন্যাপড্র্যাগন ৮৬৫ প্রসেসর আরও দ্রুত। রয়েছে ফাইভ জি সাপোর্ট।
এই দুই ফোনেই থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে, ফাইভ জি কানেক্টিভিটি, ১২ জিবি র্যাম এবং অধিক স্টোরেজ। দুটি ফোনেই থাকছে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫। ওয়ান প্লাস এইট প্রোর পেছনে চারটি ক্যামেরা রয়েছে। অন্যদিকে ওয়ান প্লাস এইটের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। ওয়ান প্লাস এইট প্রোতে রয়েছে ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও আইপি৬৮ ওয়াটার রেসিস্ট্যান্ট। এই প্রথম কোন ওয়ান প্লাস ফোনে এই দুটি ফিচার দেখা গেল। আগামীকাল অর্থাৎ ২১ এপ্রিল ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে এই দুই ফোন বিক্রি শুরু হবে। মার্কিন মুলুকে এই ফোন বিক্রি শুরু হবে ২৯ এপ্রিল।
ওয়ানপ্লাস ৮ প্রো মডেলে থাকছে ডুয়াল স্পিকার ও ডলবি অ্যাটমস প্রযুক্তি। এই ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম দেয়া হয়েছে। ওয়ানপ্লাস এইট প্রোতে থাকছে ৬.৭৮ ইঞ্চির কিউএইচডি ও ফ্লুইড অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট, ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
এই ফোনটির পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেলের সনির আইএমএক্স ৬৮৯ সেন্সর। প্রাইমারি ক্যামেরায় অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল কালার ফিল্টার। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৪১৭ সেন্সর। ফোনটিতে ৫জি কানেক্টিভিটি রয়েছে। এতে ৪৫১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement