এক্সপ্লোর
Smart TV: রিমোট দিয়ে বন্ধ করাই যথেষ্ট নয়, স্মার্ট টিভি আনপ্লাগ না করলে গুণতে হতে পারে মোটা অঙ্কের বিল
Smart TV Hacks: সাধারণত, রাতে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লে, আমরা কেবল রিমোট দিয়ে বন্ধ করে দিই। স্মার্ট টিভিতে এটা ক্ষতিকর হতে পারে।
স্মার্ট টিভি ব্যবহারে সতর্ক থাকুন
1/9

রিমোট থেকে বন্ধ করা স্মার্ট টিভি আসলে স্ট্যান্ডবাই মোডে থাকে, অর্থাৎ সেটি সারা রাত ধরে ধীরে ধীরে বিদ্যুৎ টানতে থাকে। এই খরচ দেখতে ছোট মনে হলেও, সারা বছরে এটি আপনার বিলের সাথে বেশ ভালো পরিমাণ টাকা যোগ করে।
2/9

ছোট টিভিও একটানা স্ট্যান্ডবাই অবস্থায় থাকলে বছরে একশো-দুশো টাকার অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে, যেখানে বড় টিভিগুলি আরও বেশি খরচ বাড়িয়ে দেয়।
Published at : 07 Dec 2025 11:17 PM (IST)
Tags :
Smart Tvআরও দেখুন
Advertisement
Advertisement






















