এক্সপ্লোর
Advertisement
Vivo V20 Pro 5G| লঞ্চের আগে ফাঁস ভিভো ভি ২০ প্রো ৫ জি-র স্পেশিফিকেশনস ও দাম, এই স্মার্টফোনের সঙ্গে হবে টক্কর
শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ভি প্রো ৫ জি। ভিভোর এই নতুন ফোন বাজারে আসার আগেই ফাঁস হয়ে গিয়েছে তার বিশেষত্ব ও দাম। শুরু হয়ে গিয়েছে বুকিং। আসুন জেনে নিই ফোনের দাম, অফার ও বিশেষত্ব সম্পর্কে।
নয়াদিল্লি: শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ভি প্রো ৫ জি। ভিভোর এই নতুন ফোন বাজারে আসার আগেই ফাঁস হয়ে গিয়েছে তার বিশেষত্ব ও দাম। শুরু হয়ে গিয়েছে বুকিং। আসুন জেনে নিই ফোনের দাম, অফার ও বিশেষত্ব সম্পর্কে।
ফোনের দাম
ভিভো ভি ২০ প্রো ৫ জি ফোনের দাম ২৯,৯০০ টাকা। এই ফোনটি বৈকল্পিক ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ বাজারে চালু করা হবে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজও বাড়ানো যেতে পারে।
ডিসেম্বরে লঞ্চ হবে ফোন
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে বাজারে এসে যেতে পারে ভিভো ভি ২০ প্রো ৫ জি। তবে ডিসেম্বরের অপেক্ষায় না থেকে অনেকেই অফলাইন বা মোবাইল স্টোরের মাধ্যমে এই ফোনের বুকিং শুরু করে দিয়েছেন। আগে থেকে এই স্মার্টফোনটির যারা বুকিং করছেন তারা যদি আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব বরোদার মাধ্যমে কেনেন তাহলে ১০ শতাংশ ক্যাশ ব্যাকের সুবিধে পাবেন। থাকছে ইএমআই বা জিও কানেকশনের সুবিধাও।
ফোনের বিশেষত্ব
ভিভো ভি ২০ প্রো ৫ জি-তে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি ও এ্যামোলেড ডিসপ্লে থাকছে। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭৬৫ জি চিপসেট, ৮ জিবি র্যা৪ম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজের বন্দোবস্ত রয়েছে। থাকবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যাতে ৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল সেন্সর থাকবে বলেই জানা যাচ্ছে। ফোনের সামনে একটি ৪৪ মেগাপিক্সেল প্রাথমিক এবং ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ভিভোর এই ফোনে ৪০০০ এমএএইচ ব্যাটারি থাকছে যা ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সমর্থন করে।
ওয়ান প্লাস নর্ডের সঙ্গে প্রতিযোগিতা
ভিভো ভি ২০ প্রো ৫ জি ওয়ানপ্লাস নর্ডের সঙ্গে প্রতিযোগিতা করবে। এতে ৬.৪৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা ৯০ হার্জ রিফ্রেশ রেটে সাজানো। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ জি প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি ৫ জি সাপোর্ট করে। এই ফোনে ৪৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩০ টি দ্রুত চার্জ সমর্থন করে। এই ফোনে একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, ৪৮মেগাপিক্সেল প্রাইম ক্যামেরা (ওআইএস সহ সনি আইএমএক্স ৫৮৬), ৮ মেগাপিক্সেল চওড়া কোণ, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং এটির সামনে থাকছে ৫ মেগাপিক্সেল গভীরতার লেন্স।ওয়ানপ্লাস নর্ডের দাম 29,999 টাকা।
বাজারে দুটি ফোনের দাম প্রায় একই। বেশ কিছু সুযোগসুবিধে দিচ্ছে দুটি কোম্পানি। মোবাইল প্রেমীদের কাকে বেশি পছন্দ হয় তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
গ্যাজেট (Gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement