১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০ হাজার টাকার ৫জি ফোন এনে হৈচৈ ফেলে দিল শাওমি
বাজারে এলো শাওমি-র নতুন ফোন এমআই টেন।
নয়াদিল্লি: বাজারে এলো শাওমি-র নতুন ফোন এমআই টেন। দাম ৪৯ হাজার ৯৯৯। শুক্রবার মোবাইল প্রস্তুতকারক চিনা সংস্থার তরফে ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈন অনলাইন প্ল্যাটফর্মে এই ফোন লঞ্চ করেছেন। অরগানিক এলইডি ডিসপ্লে সহ এই স্মার্ট ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।
এতদিন পর্যন্ত চিনা এই সংস্থা ভারতীয় বাজারে ‘পকেট ফ্রেন্ডলি’ ব্র্যান্ড হিসেবেই পরিচিত ছিল। তবে এবার ৫০ হাজার টাকার স্মার্ট ফোন লঞ্চ করে ওয়ান প্লাস, অ্যাপেল ও স্যামসং-এর মতো দামী ফোনের বাজারেও ঢুকে পড়ল শাওমি। অনেকেরই প্রশ্ন, এতদিন ভারতীয় বাজারে দাপিয়ে ব্যবসা করা সংস্থাগুলোর সঙ্গে কি আদৌ টেক্কা দিতে পারবে শাওমি, বিশেষ করে যেখানে মোবাইলের দাম ৩০ হাজারের ওপরে রাখা হয়েছ! যদিও চিনা সংস্থা এবিষয়ে আশাবাদী। সংস্থার তরফে বলা হয়েছে, “এই প্রিমিয়াম সেগমেন্টে ব্যবসা করা শাওমির কাছে কোনও চ্যালেঞ্জই নয়।” আরও একধাপ এগিয়ে এও বলা হয়, “শাওমি মোবাইল ব্যবহারকারীদের কাছে এমনিই জনপ্রিয়। এবার তাঁরা আরও উন্নততর প্রযুক্তির দিকে যাবে।”
এক নজরে দেখে নিন শাওমি এমআই টেন ফাইভজি (Mi 10 5G) ফোনের ফিচার:
- ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, সম্পূর্ণ এইচডি (১০৮০×২৩৪০ রেজেলিউশন)
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ এসওসি প্রসেসর
- ৮ জিবি র্যাম
- ১২৮ থেকে ২৫৬ জিবি পর্যন্ট মেমরি স্টোরেজ
- ৫জি ফোন
- ওয়াইফাই সিক্স সহ ৪ হাজার ৭৮০ এমএএইচ ব্যাটারি
- ৩.৫ এমএম হেডফোন সকেট
- রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও কোয়ালিটি ৮কে