LIVE UPDATE: চাঁদে পাড়ি দিল ‘চন্দ্রযান-২’
LIVE
Background
শ্রীহরিকোটা: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ভারতের দ্বিতীয়বার চাঁদে যাত্রা। এখনও পর্যন্ত কোনও অভিযাত্রী যানের স্পর্শ না পাওয়া চাঁদের দক্ষিণ মেরুতে নামতে চলেছে ভারতের রোভার। ঘড়ির কাঁটা ঠিক ২টো ৪৩ মিনিট ছুঁলেই চাঁদের পথে উড়ে যাবে ইসরোর সবথেকে শক্তিশালী রকেট জিএসএলভি-এমকে ৩-এম ১, ১০০ কোটির স্বপ্ন সঙ্গে নিয়ে।
১৫ তারিখ রাত দুটো বাজতে ৫ মিনিটে হওয়ার কথা ছিল এই চন্দ্রলোকে অভিযান। কিন্তু উড়ানের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে শ্রীহরিকোটার মহাকাশ বিজ্ঞানীরা জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণে উড়ান পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তাঁরা। দিনকয়েক পরে ইসরো জানায়, চন্দ্রযান ২ স্বপ্নের উড়ানের জন্য পুরোপুরি তৈরি, সোমবার ২টো ৪৩ মিনিটে শুরু হবে চন্দ্রাভিযান।
Chandrayaan 2 is ready to take a billion dreams to the Moon — now stronger than ever before! Join us for the launch on Monday — 22 July, 2019 — at 2:43 PM IST.
— ISRO (@isro) July 18, 2019
#Chandrayaan2 #GSLVMkIII #ISRO pic.twitter.com/4ybFcHNkq6
জানা যায়, দেশে তৈরি ক্রায়োজিনিক আপার স্টেজ ইঞ্জিন থেকে জ্বালানি চুঁইয়ে পড়তে থাকায় তাঁদের উড়ান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত। বেশ কয়েকজন মহাকাশ বিজ্ঞানী ইসরোর এই সিদ্ধান্তের প্রশংসা করেন, বলেন, উড়ান নিয়ে তাড়াহুড়ো না করে তা পিছিয়ে দিয়ে বড়সড় দুর্ঘটনা এড়িয়েছেন ইসরোর মহাকাশ গবেষকরা।
গতকাল সন্ধেয় নতুন করে শুরু হয়েছে চন্দ্রযান ২-এর ২০ ঘণ্টার কাউন্টডাউন। ইসরো চেয়ারম্যান কে শিভন আগেই ঘোষণা করেন, রবিবার সন্ধে ৬টা ৪৩ মিনিটে এই কাউন্টডাউন শুরু হবে।
🇮🇳 #ISROMissions 🇮🇳
— ISRO (@isro) July 21, 2019
The launch countdown of #GSLVMkIII-M1/#Chandrayaan2 commenced today at 1843 Hrs IST. The launch is scheduled at 1443 Hrs IST on July 22nd.
More updates to follow... pic.twitter.com/WVghixIca6
২০০৯-এ প্রথম উৎক্ষেপণেই ১০০ শতাংশ সাফল্যের সঙ্গে চাঁদে পা রাখে চন্দ্রযান ১। চাঁদের চারপাশে ৩,৪০০ বারেরও বেশি প্রদক্ষিণ করে ওই যান, ২৯ অগাস্ট, ২০০৯ পর্যন্ত সব মিলিয়ে ৩১২ দিন কার্যকর ছিল সেটি। চন্দ্রযান ২ চাঁদে নামতে সময় নেবে ৫৪ দিন, জানিয়েছে ইসরো।
সূচনার সময় থেকে এখনও পর্যন্ত এই মুন মিশনই ইসরোর সব থেকে কঠিন ও মর্যাদাপূর্ণ প্রকল্প। রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারত হতে চলেছে চতুর্থ দেশ যাদের রোভার নামতে চলেছে চাঁদের পিঠে।