LIVE UPDATE: ৩৭০ ধারা রদ, রাজ্যসভায় ভোটাভুটিতে পাশ জম্মু ও কাশ্মীর দুভাগে বিভাজনের প্রস্তাব, ওয়াকআউট তৃণমূলের
LIVE
Background
শ্রীনগর: কী হয় কী হয় ভাব নিয়ে প্রহর গুণছে কাশ্মীর।
গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ, তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি আজ বাড়ি থেকে বার হতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে বহু রাজনৈতিক নেতানেত্রী হয় গ্রেফতার নয় আটক হয়েছেন। এরই মধ্যে আজ সকাল সাড়ে নটায় জম্মু কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার বৈঠক। জম্মু কাশ্মীরের রাজ্যপালের কাছ থেকে প্রতি ঘণ্টায় রিপোর্ট নিচ্ছে দিল্লি। মনে করা হচ্ছে, কাশ্মীর নিয়ে সেখানে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কাল রাতেই ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির বাসভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে, জানানো হয়েছে, তাঁরা আজ বাড়ি থেকে বার হতে পারবেন না। কংগ্রেস নেতা উসমান মজিদ ও সিপিএম বিধায়ক এম ওয়াই তারিগামিকে গ্রেফতার করা হয়েছে। যদিও সরকারি কোনও তথ্য এ বিষয়ে পাওয়া যায়নি।
Those who’re celebrating the situation here are ignorant about the far reaching consequences of any unilateral action that’ll taken by GOI.
— Mehbooba Mufti (@MehboobaMufti) August 4, 2019
I believe I’m being placed under house arrest from midnight tonight & the process has already started for other mainstream leaders. No way of knowing if this is true but if it is then I’ll see all of you on the other side of whatever is in store. Allah save us ????????
— Omar Abdullah (@OmarAbdullah) August 4, 2019
ওমরকে সমর্থন করে টুইট করেছেন কংগ্রেস নেতা শশী থারুর।
You are not alone @OmarAbdullah. Every Indian democrat will stand with the decent mainstream leaders in Kashmir as you face up to whatever the government has in store for our country. Parliament is still in session & our voices will not be stilled. @INCIndia https://t.co/QqGa4EgrP3
— Shashi Tharoor (@ShashiTharoor) August 4, 2019
গোটা উপত্যকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ। পুলিশ আধিকারিক ও জেলা শাসকদের স্যাটেলাইট ফোন দেওয়া হয়েছে। মাঝরাত থেকে শ্রীনগরে জারি হয়েছে ১৪৪ ধারা। এর ফলে সাধারণ মানুষ আজ রাস্তায় নামতে পারবেন না, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। করা যাবে না কোনও রকম মিটিং, মিছিল।
জম্মু কাশ্মীর প্রশাসন অমরনাথ যাত্রা মাঝপথে আচমকা বন্ধ করে তীর্থযাত্রী ও পর্যটকদের যত তাড়াতাড়ি সম্ভত উপত্যকা ছাড়ার নির্দেশ দেয়। এরপরেই উদ্বিগ্ন জনতা বাজার থেকে দ্রুত অত্যাবশ্যকীয় জিনিসপত্র জমা করেছেন, পেট্রোল পাম্প ও দোকানপসারে দীর্ঘ লাইন দেখা গিয়েছে।আতঙ্ক এমন জায়গায় চলে যায়, অনন্তনাগ জেলা প্রশাসন জানিয়ে দেয়, জেলা শাসক বা দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকের অনুমতি ছাড়া পেট্রোল পাম্পগুলি জ্বালানি বেচতে পারবে না। উপত্যকার বহু শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছাত্রছাত্রীদের হস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে। জম্মু ও উধমপুর জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। আজ বন্ধ রয়েছে জম্মু বিশ্ববিদ্যালয়, সব পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
উত্তেজনাপূর্ণ তিস্তওয়ার, রাজৌরি ও রামবন জেলার বানিহাল এলাকার রাত কারফিউ জারি করা হয়েছে।গত কয়েকদিনে কাশ্মীরে এসে পৌঁছেছে অতিরিক্ত আধাসামরিক বাহিনী, গোটা শহর ও অন্যান্য সংবেদনশীল এলাকায় মোতায়েন রয়েছে তারা। সিভিল সেক্রেটারিয়েট, পুলিশ সদর দফতর, বিমানবন্দর ও সরকারি অফিসগুলি মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।শ্রীনগরে ঢোকা ও বার হওয়ার রাস্তা সহ নানা গুরুত্বপূর্ণ জায়গায় বসেছে ব্যারিকেড।
গত কাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গাউবা ও অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। শোনা যাচ্ছে, কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা।
“We support the govt on its decisions on J & K. We hope this will bring peace and development in the state.”
কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা খারিজ করল কেন্দ্র
“PDP's RS MPs Nazir Ahmad Laway&MM Fayaz protest in Parliament premises after resolution revoking Article 370 from J&K moved by HM in Rajya Sabha; The 2 PDP MPs were asked to go out of the House after they attempted to tear the constitution. MM Fayaz also tore his kurta in protest”