এক্সপ্লোর
৩০ ছাগল বেচে বানিয়েছিলেন শৌচালয়, পা ছুঁয়েছিলেন প্রধানমন্ত্রী, মারা গেলেন ‘স্বচ্ছতা দূত’ কুঁয়ারবাঈ
1/5

গত ১৯ তারিখ নিজের ঘরেই ছিলেন কুঁয়ারবাঈ। আচমকা, রক্তচাপ বেড়ে যাওয়ায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। যে কারণে, তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
2/5

এখানেই শেষ নয়। যে গ্রামবাসীর কাছে শৌচাগার বানানোর টাকা ছিল না, তাঁদের সাহায্যও করেন তিনি। আজ কোটার্ভি গ্রামের প্রত্যেক ঘরে শৌচালয় রয়েছে। তাঁর এই চেষ্টার কথা যখন বিভিন্ন সংগঠনের কাছে পৌঁছয়, তারা এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
Published at : 23 Feb 2018 07:18 PM (IST)
Tags :
Passes AwayView More
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















