এবার আসা যাক স্পেশিফিকেশনের দিকটিতে। এই ফোনে রয়েছে পাঁচ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আট মেগাপিক্সেল রিয়ার ও পাঁচ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই রয়েছে এলইডি ফ্ল্যাশ।
4/8
স্যামসাং ইন্ডিয়ার মোবাইল বিজনেস ডায়রেক্টর সুমিত বালিয়া বলেছেন, স্যামসাং মল এআই০এর প্রয়োগ করে ডিসপ্লে সার্চের সঙ্গে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের পদ্ধতির বিরাট পরিবর্তন আনবে।
5/8
কোম্পানির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'স্যামসাং মল' মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ।আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং মেশিন লার্নি (এমএল)-র প্রয়োগের মাধ্যমে গ্রাহকরা তাঁদের পছন্দের সামগ্রীর ছবিতে ক্লিক করে অনলাইন শপিং করতে পারবেন।
6/8
উল্লেখ্য, স্যামসাংয়ের এই নয়া ফিচার মেক ইন্ডিয়া উদ্যোগের অঙ্গ হিসেবে স্মার্টফোন ব্যবহারকারীদের এই নয়া ফিচার আনা হয়েছে। এই স্মার্টফোনের দাম ৮,১৯০ টাকা।
7/8
কোম্পানি সূত্রের খবর, তাদের নয়া স্মার্টফোন 'গ্যালাক্সি জে ২ ২০১৮' ২৭ এপ্রিল থেকে 'স্যামসাং মল'-এর নয়া ফিচার সহ পাওয়া যাবে।
8/8
আজ বাজারে আসছে 'স্যামসাঙ গ্যালাক্সি জে ২ ২০১৮'-র নয়া ভার্সান। সঙ্গে নয়া ফিচার।