এক্সপ্লোর
এমবিবিএস করা সর্বকনিষ্ঠ মহিলা সরপঞ্চ হয়ে তাক লাগালেন রাজস্থানের এই তরুণী
1/6

বলে দেওয়া যাক, শেহনাজের পরিবারের বিভিন্ন সদস্য সরপঞ্চ থেকে শুরু করে গ্রাম প্রধান, বিধায়ক ও মন্ত্রীও হয়েছেন। তাঁর ঠাকুর্দা প্রায় ৫৫ বছর কামাং পঞ্চায়েতের সরপঞ্চ ছিলেন। শেহনাজের বাবা গ্রাম প্রধান এবং মা বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী এবং সংসদীয় সচিব পদেও থেকেছেন।
2/6

রাজস্থানে সরপঞ্চ নির্বাচনে লড়ার জন্য ন্যূনতম দশম ঊত্তীর্ণ হওয়া আবশ্যক। অভিযোগ, গত নির্বাচনের সময় শেহনাজের ঠাকুর্দা জাল দশম শ্রেণির শংসাপত্র দেখিয়েছিলেন। যে কারণে, তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত।
Published at : 19 Mar 2018 10:26 PM (IST)
View More






















