এক্সপ্লোর
তিন তালাক নিয়ে ঐতিহাসিক রায় দিলেন এই পাঁচ বিচারপতি, পড়ুন রায়ের বাছাই করা অংশ...
1/4

প্রধান বিচারপতি জে এস খেহর, বিচারপতি এন আব্দুল নাজির, বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি আর এফ নরিম্যান ও বিচারপতি কুরিয়েন জোসেফের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ তিন তালাক নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে। তিন বিচারপতি এই প্রথাকে অসাংবিধানিক উল্লেখ করেন। এর ফলে, ৩:২ অনুপাতে সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথার অবসান ঘটাল। পাঁচ বিচারপতি তাঁদের রায়ে কী জানিয়েছেন, এক ঝলকে দেখে নেওয়া যাক। এখানে বলে রাখা প্রয়োজন, এই পাঁচ বিচারপতি পাঁচ ভিন্ন ধর্মাবলম্বী, যাঁরা এই মুসলিম মহিলা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রায় শোনালেন।
2/4

প্রধান বিচারপতি খেহর ও বিচারপতি এন আব্দুল নাজিরের রায়ের অংশ-- সুন্নী হন্ফী বর্গ একসঙ্গে তিন তালাককে মান্যতা দেয়। ফলে সংবিধানের ২৫ ধারা অনুযায়ী, তা ধর্মের স্বাধীনতার আওতায় পড়ে। আমরা সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে কেন্দ্রকে নির্দেশ দিচ্ছি, যে আগামী ৬ মাসের মধ্যে এই সংক্রান্ত আইন আনতে। ততদিন আমরা এই প্রথা ব্যবহারের ওপর স্থগিতাদেশ দিচ্ছি।
Published at : 22 Aug 2017 08:46 PM (IST)
View More






















