Abhishek Banerjee: 'অপরাজিতা বিল আইনে পরিণত না হলে প্রাইভেট মেম্বার বিল আনব', বললেন অভিষেক
ABP Ananda Live: 'অপরাজিতা' বিলকে আইনে পরিণত করতে প্রাইভেট মেম্বার বিল আনার হুঙ্কার অভিষেকের। 'বিধানসভায় অপরাজিতা বিল পাস করেছে রাজ্য সরকার। ২ মাস ধরে আছে রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পড়ে রয়েছে। অপরাজিতা বিল আইনে পরিণত না হলে প্রাইভেট মেম্বার বিল আনব', আমতলায় ডক্টর্স কনভেনশনে ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'পুলিশ কমিশনার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বদল হলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে?' আমতলায় ডক্টর্স কনভেনশনে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
'হাসপাতালে সমস্যার সম্মুখীন হলে সহযোগিতার হাত বাড়ানো হবে'। 'ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে বিভিন্ন টেস্ট করানো হবে'। 'ডায়মন্ডহারবারে প্রতি বছর ৫৮০ কোটি টাকার কাজ হয়েছে, কেন্দ্রের সহযোগিতা ছাড়া'। 'আর জি করকাণ্ডের নিন্দা প্রথমদিন থেকে করেছি, যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই'। 'বাংলায় বিক্ষোভ-মিছিল চলাকালীন প্রতি ১০ মিনিটে ভারতে একটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে'। 'বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেছে রাজ্য সরকার'। 'ভ্যাকসিন দিয়ে করোনাকে হারিয়েছি, ধর্ষণের মতো ঘটনা চিরতরে সরাতে গেলে একমাত্র সমাধান অ্যান্টি রেপ বিল'। 'বিধানসভায় অপরাজিতা বিল পাস হয়েছে, রাজ্যপাল সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, সেই বিল ২ মাস পড়ে আছে রাষ্ট্রপতির কাছে'।