এই উপলক্ষ্যে বিজয় স্মারকে পুষ্পার্ঘ্য দিয়ে দেশসেবায় প্রাণের বলিদান দেওয়া শহিদ বীর জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান সেনার আঞ্চলিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল এম এম নারাভানে।
2/5
এছাড়া, ১৮টি ইউনিটকে অ্যাপ্রিসিয়েশন দেন জিওসি-ইন-সি ইস্টার্ন কমান্ড। এর মধ্যে রয়েছে ১০টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, ২টি আর্টিলারি রেজিমেন্ট। এছাড়া তালিকায় রয়েছে ২টি ইঞ্জিনিয়ার রেজিমেন্ট, একটি এভিয়েশন স্কোয়াড্রন এবং একটি করে এএসসি ও অসম রাইফেল ব্যাটালিয়ন।
3/5
মূলত, ভারতীয় সেনার প্রথম কমান্ডার-ইন-চিফ হিসেবে সেনারেল (পরবর্তীকালে ফিল্ড মার্শাল) কে এম কারিয়াপ্পার নিয়োগকে স্মরণ করতে সেনা দিবস উদযাপন করা হয়।
4/5
প্রতিবছরের মতো এবছরও মহা সাড়ম্বরে পালিত হল সেনা দিবস। কলকাতাস্থিত সেনার পূর্বাঞ্চলীয় সদর ফোর্ট উইলিয়ামে মঙ্গলবার পালিত হল সেনা দিবস।
5/5
উৎকৃষ্ট সেবার জন্য এদিন ইস্টার্ন কমান্ডের পাঁচটি ইউনিটকে চিফ অফ আর্মি স্টাফ ইউনিট সম্মানে ভূষিত করা হয়।