এর জন্য কলকাতা পুলিশের সহযোগিতায় বিশেষ গ্রিন করিডর তৈরি করা হয়। সেই করিডর দিয়েই কনভয় সমেত সামরিক গাড়ি ও অ্যাম্বুলেন্স পৌঁছয় হাসপাতাল।
2/7
চলতি ‘গগনশক্তি’ মহড়ার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাতে কলকাতায় বিশেষ অনুশীলন করল সেনা।
3/7
বায়ুসেনার প্রিন্সিপাল মেডিক্যাল অফিসার ইস্টার্ন এয়ার কমান্ডকে এয়ার ভাইস মার্শাল আর সি দাস বলেন, যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয় হলে যাতে বাহিনী প্রস্তুত থাকে, সেই জন্যই এই মহড়া।
4/7
বিমানবন্দরেই অপেক্ষা করছিল মেডিক্যাল টিম। অত্যন্ত দ্রুততার সঙ্গে তাঁদের অ্যাম্বুলেন্সে করে সড়কপথে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার সামরিক হাসপাতালে।
5/7
মহড়ার অন্তর্গত দুটি অ্যান্তোনভ-৩২ বিমান করে মধ্যরাতে প্রায় ৪৫ ‘শয্যাসায়ী’ রোগীদের কলকাতায় আনা হয়।
6/7
অসমের চাবুয়া বিমানঘাঁটি থেকে আহত জওয়ানদের আকাশপথে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে।
7/7
পরে, সেই আহতদের সড়কপথে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে।