Water Using Habits: যে যে উপায়ে জল অপচয় বন্ধ করবেন
বিশেষজ্ঞরা বেশ কিছু পদ্ধতি মেনে চলার কথা বলছেন, যার মাধ্যমে জল অপচয় বন্ধ করা যাবে। আর এভাবেই যদি জল অপচয় বন্ধ করা যায়, তাহলে জল সঙ্কটও প্রতিরোধ করা যাবে।
কলকাতা: সারা বিশ্ব তথা দেশে ব্যাপক পরিমাণে জল অপচয়ের কারণে জল সঙ্কট দেখা দিচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে জল অপচয়ের বিরুদ্ধে মানুষকে সচেতন করার পরও অকারণে প্রচুর জল ব্যবহার বন্ধ হচ্ছে না। বিশেষজ্ঞরা তাই বেশ কিছু পদ্ধতি মেনে চলার কথা বলছেন, যার মাধ্যমে জল অপচয় বন্ধ করা যাবে। আর এভাবেই যদি জল অপচয় বন্ধ করা যায় (Save Water), তাহলে জল সঙ্কটও প্রতিরোধ করা যাবে।
জল অপচয় বন্ধ করতে যেগুলো করবেন
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাত ধোয়া থেকে বাসন ধোয়ার ফলে প্রতিদিন প্রচুর পরিমাণে জল খরচ হয়। বেশ কিছু সংস্থার তৈরি ডিশ ওয়াসার পাওয়া যায়, যা প্রতি বছর প্রায় ১৮ হাজার ২৫০ লিটার জল অপচয় রুখতে পারে। অন্যান্য ডিশ ওয়াসারের তুলনায় এই ডিশ ওয়াসার অনেক বেশি জল অপচয় বন্ধ করে। এখনই যদি জল অপচয় বন্ধ না করা যায়, তাহলে ভবিষ্যতে চরম জল সঙ্কট দেখা দেবে।
২. স্নানের সময় শাওয়ারের মাধ্যমে প্রচুর জল অপচয় হয় বলে মত বিশেষজ্ঞদের। তাঁরা জানাচ্ছেন, এমন অনেক শাওয়ার হেড পাওয়া যায়, যা ব্যবহার করলে তুলনায় ধীরে জল পড়ে। খুব সহজেই তা আপনি বাথরুমে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন - Health Tips: সকাল-সন্ধে তো খাচ্ছেন, চা খেলে দাঁতে কী হতে পারে জানা আছে?
৩. জামা কাপড় কাচার জন্যও প্রচুর জল অপচয় হয় বলে মত বিশেষজ্ঞদের। যাঁরা কাপড় কাচার জন্য মেশিন ব্যবহার করেন, তাঁদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ, ওয়াশিং মেশিন কেনার সময় তাতে কত পরিমাণ জল খরচ হচ্ছে, তা অবশ্যই দেখে নিন। যে মেশিনে জল কম লাগে, তেমন মেশিন ব্যবহার করুন।
৪. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণ ওয়াটার পিউরিফায়ারে যে পরিমাণ জল অপচয় হয়, তার থেকে অনেক কম জল নষ্ট হয় RO পিউরিফায়ারে। তাঁরা জানাচ্ছেন, এই পিউরিফায়ারে বাতিল জলও বাড়ির নানা কাজে ব্যবহার করা যায়। তাঁদের আরও মত, এমন ওয়াটার পিউরিফায়ার কেনা দরকার, যাতে 'জিরো ওয়াটার ওয়েস্টেজ' প্রযুক্তি রয়েছে।
৫. অনেক সময়ই গাছে অতিরিক্ত জল দেওয়ার কারণে গাছ মারা যায়। ক্ষতি হয় মাটিরও। তাই বাগানে সয়েল ময়শ্চার মিটার ব্যবহার করুন। তাতে আপনি দেখতে পাবেন মাটিতে জল দেওয়ার প্রয়োজনীতা রয়েছে কিনা। গাছও বাঁচবে। জল অপচয়ও রোখা যাবে।