Anant-Radhika Engagement: বড় চমক! অনন্ত-রাধিকার বাগদানে আংটি নিয়ে এল কে?
Anant Radhika Engagement Video: আংটি বদলে অনুষ্ঠানের আগে খুঁজে পাওয়া গেল না। সেই আংটি নিয়ে এল 'বিশেষ' একজন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি।
মুম্বই: বাগদান সম্পন্ন হয়েছে মুকেশ পুত্র অনন্ত অম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant)। মুকেশ অম্বানির (Mukesh Ambani) মুম্বইয়ের বাড়ি অ্যান্টিলায় আয়োজিত হয়েছিল বাগদানের অনুষ্ঠান। বি টাউনের তাবড় সমস্ত তারকা থেকে দেশের বিভিন্ন মহলের নামী দামী সমস্ত তারকারা উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠান সম্পন্ন হয় এদিন। গুজরাতি হিন্দুদের রীতি অনুযায়ী গোল ধন অনুষ্ঠানের মাধ্যমে হবু পুত্রবধূ রাধিকাকে বরণ করে নেওয়া হয় অম্বানি বাড়িতে। কিন্তু আংটি বদলে অনুষ্ঠানের আগে খুঁজে পাওয়া গেল না। সেই আংটি নিয়ে এল 'বিশেষ' একজন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি।
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের আংটি বদল-
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আংটি বদলের জন্য মঞ্চে একে একে রাধিকা মার্চেন্ট এবং অনন্ত অম্বানিকে ডেকে নিচ্ছেন ইশা অম্বানি। তারপরই ইশাকে বলতে শোনা যাচ্ছে যে, মনে হয় আমরা আংটিটা হারিয়ে ফেলেছি। তবে, বিশেষ একজন নিয়ে আসতে চলেছে আংটিটি। এরপরই দেখা যায়, অম্বানি পরিবারের এক চারপেয়ে সদস্য। সিঁড়ি বেয়ে নেমে আসছে। আর সে সটান চলে যাচ্ছে অনন্তের কাছে। তার কাছেই রয়েছে বাগদানের আংটিটি। অম্বানি পরিবারের সারমেয় সদস্যটির এমন মিষ্টি ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।
">
আরও পড়ুন - Pathaan: 'বিগ বস'-এ 'পাঠান' প্রচার করতে নারাজ শাহরুখ! কেন?
প্রসঙ্গত, অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের বাগদানের ভিডিও এবং ছবিগুলি দেখে তার সঙ্গে সূরজ বরজাতিয়ার ছবির সঙ্গে মিল পাচ্ছেন নেটিজেনরা। তাঁরা মন্তব্য করেছেন, 'ভিডিওতে কুকুরের অংশটিই সবথেকে সেরা।'
#WATCH | Engagement of Anant Ambani and Radhika Merchant held at Mukesh Ambani's Mumbai residence 'Antilla' yesterday pic.twitter.com/igSZQ9fOT5
— ANI (@ANI) January 20, 2023">
প্রসঙ্গত, অম্বানি বাড়িতে এদিন বসেছিল চাঁদের হাট। বি টাউনের তারকারা উপস্থিত ছিলেন সেখানে। শাহরুখ খান, সলমন খান থেকে সচিন তেন্ডুলকরকে দেখা যায় উপস্থিত থাকতে। হাজির ছিলেন আরও অনেক নামী ব্যক্তিরাও।