Affordable home décor ideas: একেবারে কম খরচে খুব সহজেই নান্দনিক করে তুলুন আপনার ঘর
Home Décor Ideas: বাড়িকে সুন্দর করে তোলার জন্য় অনেকেই গাছের ব্য়বহার করে থাকেন। বিভিন্ন ধরণের ইন্ডোর প্ল্য়ান্টের মাধ্য়মে বাড়িকে সাজিয়ে তোলা যায়।
কলকাতা: রোজকার ইঁদুর দৌড়ের পর আমাদের শরীরই শুধু ক্লান্ত হয় না। ক্লান্ত হয় মনও। তাই সারাদিনের পর বাড়ি ফিরে প্রত্য়েকেই একটু শান্তি আর আরামই খোঁজে। তাই বাড়ির পরিবেশ ও সজ্জার দিকে মন দেন অনেকেই। পকেট বুঝে নিজের বাড়িকে কীভাবে নান্দনিক করে তোলা যাবে, চলুন জেনে নিই।
গাছ
বাড়িকে সুন্দর করে তোলার জন্য় অনেকেই গাছের ব্য়বহার করে থাকেন। বিভিন্ন ধরণের ইন্ডোর প্ল্য়ান্টের মাধ্য়মে বাড়িকে সাজিয়ে তোলা যায়। তবে বাড়ির অন্য়ান্য় আসবাবের মতই গাছেরও নিয়মিত যত্ন করতে হবে আপনাকে।
ওয়াল আর্ট
আপনার বাড়ির দেওয়ালকে এক নিমেষে আকর্ষণীয় করে তুলতে পারে ওয়াল আর্ট। দেওয়ালে পছন্দসই ওয়াল আর্ট, আর সেখানে পছন্দসই ঘড়ি, ফটো ফ্রেম বা আপনার পছন্দমত হাতের কাজের কিছু ওয়াল ডেকর লাগাতে পারেন। এটি অচিরেই বাড়িয়ে তুলবে ঘরের শোভা।
আরও পড়ুন...
সাজিয়ে তুলুন শোওয়ার ঘর
শোওয়ার ঘরের শোভা বাড়াতে ব্য়বহার করতে পারেন হালকা শেডের বেড কভার ও কুশন। হালকা রঙ আপনার মনকে আরাম দেবে। এর পাশাপাশি শোওয়ার ঘরের পর্দাও ব্য়বহার করুন হালকা রঙের।
বালিশের ব্য়বহার
সোফা হোক বা খাট। বালিশ যে কোনও জায়গাতেই ব্য়বহার হয়। তাই বেছে নিন নরম তুলোর আরামদায়ক বালিশ ও কুশন। নিজস্ব পছন্দ মতে রঙের ব্য়বহারও করতে পারেন এক্ষেত্রে।
আলোর ব্য়বহার
ঘরের শোভা বাড়াতে আলোর গুরুত্ব অপরীসীম। বিভিন্ন ভাবে আপনি আলোর ব্য়বহার করতে পারেন। ল্য়াম্প শেড হোক বা টেবিল ল্য়াম্প, কিমবা বেড সাইজ ল্যাম্প যে কোনও আলোই বাড়িয়ে তুলবে আপনার ঘরের শোভা। বিশেষ বিশেষ দিনে নির্দিষ্ট আলোর ব্য়বহার আপনার ঘরকে করে তুলতে পারে অনেক বেশি আর্কষণীয়।
সাজিয়ে তুলুন জানলা
শহুরে জীবনে জানলা থেকে এক টুকরো আকাশ দেখার বিলাসিতা আমাদের সকলের মধ্য়ে। তাই নিজের ঘরের জানলাকে সাজিয়ে তুলতে কমবেশী সকলেই ভালবাসে। জানলায় ব্য়বহার করা যেতে পারে পছন্দমত পর্দা। এছাড়াও জানলায় সবুজের ছোঁয়া দেওয়ার জন্য় সেখানে রাখা যেতে পারে ছোট ছোট গাছ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial