Skin Care: দীপাবলির মেকআপের পর ত্বকের প্রয়োজন সঠিক যত্ন, কোন কোন বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে?
Skin Care Tips: উৎসব উপলক্ষ্যে অনেকেই নতুন মেকআপ কিনে থাকেন। তবে এক্ষেত্রে নতুন প্রোডাক্ট ব্যবহার না করাই উচিত। সবসময় যে সংস্থার মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেন, সেটাই করা শ্রেয়।
Skin Care: দীপাবলির মরশুমে সবকিছুর সঙ্গে সাজগোজ কিন্তু অবশ্যই জরুরি। আর ভাল পোশাক পরে যখন সাজবেন, তখন মেকআপ করবেন না, তা তো হয় না। অতএব ছোটি দিওয়ালি হোক বা দীপাবলি, তারপর ভাইফোঁটা- উৎসব একের পর এক। জমিয়ে খাওয়া-দাওয়ার সঙ্গে চলবে সাজগোজও। কিন্তু এত মেকআপ এবং অনিয়মে ত্বক খারাপ হয়ে যাবে যদি না সঠিকভাবে যত্ন নেওয়া হয়। তাই দীপাবলির পর কীভাবে ত্বকের যত্ন নেবে তা জেনে নিন। আর মনে রাখবেন শীত আসছে। আবহাওয়া ইতিমধ্যেই রুক্ষ এবং শুষ্ক হয়ে গিয়েছে। তাই ত্বকের যত্ন আরও বেশি করে প্রয়োজন। কী কী করতে হবে দেখে নিন একনজরে।
- যখন যা সাজগোজই করুন না কেন, উৎসব শেষে পোশাক পরিবর্তনের পর সবার আগে মেকআপ তোলার কাজটা সেরে নিন। এক্ষেত্রে ভাল গুণমানের ক্লেনজার এবং তুলো ব্যবহার করুন।
- মেকআপ তোলা হয়ে গেলে ভালভাবে ফেসওয়াশ দিয়ে মুখে ধুয়ে নিতে হবে। এরপর ত্বকের পরিচর্যা প্রয়োজন। আর কিছু করুন বা না করুন ত্বকের ধরন অনুসারে ক্রিম কিংবা ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে।
- মেকআপের ক্ষেত্রে ভাল ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া কিছু ব্যবহার না করাই ভাল। অনেক সময়েই মেকআপের প্রোডাক্ট থেকে ত্বকে র্যাশ বা অ্যালার্জি হতে দেখা যায়। তাই সতর্ক থাকা জরুরি।
- উৎসব উপলক্ষ্যে অনেকেই নতুন মেকআপ কিনে থাকেন। তবে এক্ষেত্রে নতুন প্রোডাক্ট ব্যবহার না করাই উচিত। সবসময় যে সংস্থার মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেন, সেটাই করা শ্রেয়। তাহলে ভাল থাকবে ত্বক।
যে বিষয়গুলি অতি অবশ্যই খেয়াল রাখবেন
- ত্বক পরিষ্কারের সময় পরিষ্কার তুলো ব্যবহার করতে হবে।
- প্রোডাক্ট সবসময় নিজের ত্বকের ধরন অনুসারে বেছে নিন।
- রাতে ঘুমোতে যাওয়ার আগে সম্পূর্ণ মেকআপ তুলে নিতে হবে।
- ত্বকের যত্নের মূল বিষয় হল ভালভাবে ত্বক পরিষ্কার রাখা।
আরও পড়ুন- নিয়মিত ধ্যান করেন? মেডিটেশনের সময় কোন কাজ একেবারেই করবেন না
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।