এক্সপ্লোর
Advertisement
Skin Care: ত্বকের যত্নে ব্যবহার করুন 'ভিটামিন সি', কীভাবে কাজে লাগে এই উপকরণ, জেনে নিন
Vitamin C: একনজরে দেখে নিন ভিটামিন সি আপনার ত্বকের পরিচর্যায় ঠিক কীভাবে কাজে লাগে।
Skin Care: ত্বকের পরিচর্যায় ভিটামিন 'সি' (Vitamin C)- এর কার্যকারিতা প্রচুর। বিভিন্ন ত্বকের সমস্যা কার্যত নিমেষে সমাধান করে এই বিশেষ ভিটামিন। তাই আপনার প্রতিদিনের ত্বকের পরিচর্যায় ব্যবহার করতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ বিভিন্ন উপকরণ। একনজরে দেখে নিন ভিটামিন সি আপনার ত্বকের পরিচর্যায় ঠিক কীভাবে কাজে লাগে।
- যাঁরা প্রতিদিন বাড়ির বাইরে বেরোন, তাঁদের ত্বক সূর্যের ক্ষতিকারক আলট্রা ভায়োলেট রে- এর মধ্যে উন্মুক্ত হয়। এর ফলে ত্বকে একাধিক সমস্যা দেখা দিতে পারে। ত্বকে পিগমেন্টেশনের সমস্যা থেকে শুরু করেকালচে দাগছোপ দেখা দেয়। হতে পারে সানবার্ন। আর ত্বক যদি খুব সেনসিটিভ হয় তাহলে বিভিন র্যাশের সমস্যা দেখা দিতে পারে। এইসব সমস্যার সমাধানে কাজে লাগে ভিটামিন সি। তাই ভিটামিন সি সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ভিটামিন সি ক্ষতিকারক UV Ray থেকে ত্বক রক্ষা করে।
- ত্বকের কালচে দাগছোপ দূর করে, উজ্জ্বলতা বাড়াতে কাজে লাগে ভিটামিন সি। এক্ষেত্রে ঘরে বানানো বিভিন্ন ফেস প্যাক বা ফেস স্ক্রাবের মধ্যে মিশিয়ে নিতে পারেন ভিটামিন সি। এই ভিটামিন সবচেয়ে বেশি থাকে লেবুর রসে। তাই ঘরোয়া পদ্ধতিতে তৈরি ফেস প্যাক বা ফেস স্ক্রাবের মধ্যে সামান্য লেবুর রস মিশিয়ে নিলে কাজে লাগবে।
- ডার্ক সার্কেল এবং ট্যানের সমস্যা দূর করতেও কাজে লাগে ভিটামিন সি। লেবুর রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে ট্যান পড়ে যাওয়া জায়গায় স্ক্রাব করলে কম সময়ে ট্যান দূর হবে। এছাড়াও ডার্ক সার্কেলের জায়গায় আপনি ভিটামিন সি সিরাম লাগাতে পারেন। এই সিরাম ত্বকের জেল্লা ফেরাতে কাজে লাগে। এছাড়াও ত্বক মোলায়েম রাখে। বিভিন্ন ধরনের ত্বকের র্যাশ, অ্যালার্জি দূর করতেও কাজে লাগে ভিটামিন সি।
- অলিভ অয়েল, মধু আর সামান্য লেবুর রস মিশিয়ে এই শীতের মরসুমে মুখে এবং গলায় ম্যাসাজ করতে পারেন। অনায়াসেই ট্যান এবং অন্যান্য কালচে দাগছোপ দূর হবে। মিটবে পিগমেন্টেশনের সমস্যাও। বয়স হলে ত্বকে বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায়। বিশেষ করে বলিরেখার সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যা কমিয়ে ত্বক একদম টানটান রাখতে ও জেল্লা ধরে রাখার জন্য ভিটামিন সি আদর্শ। এই ভিটামিন সি- এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপকরণ থাকে। এর সাহায্যে ত্বকের একাধিক সমস্যা দূর হয়।
- ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করে ময়শ্চারাইজিং বজায় রাখার কাজ করে ভিটামিন সি। অর্থাৎ শীতের মরসুমে ত্বকের যত্নে ভীষণ ভাবে কাজে লাগে। ভিটামিন সি মেশানো সিরাম ব্যবহার করলে আপনার ত্বক যথেষ্ট মোলায়েম থাকে। সেই সঙ্গে কালচে ভাব দূর করে উজ্জ্বলতাও ফেরায়।
আরও পড়ুন- শীতের মরসুমে পা ফাটার সমস্যা কমাতে ভরসা থাকুক ঘরোয়া উপায়ে
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement