Dogs Health: কুকুরকে আঙুর কিংবা কিশমিশ খেতে দিচ্ছেন? খেয়ে ফেললে কী হবে জানা আছে?
Health Tips: কুকুর কি ফল খেতে পারবে? ফল কি ওদের জন্য সঠিক? কোন কোন ফল সারমেয়রা খেলে ক্ষতি নেই? কোন ফলই বা ওদের জন্য ক্ষতিকর? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা।
কলকাতা: বাড়িতে যদি পোষ্য সারমেয় (Pet Dogs) থাকে, তাহলে আমরা তার সঙ্গে বাড়ির খুদে সদস্যর মতোই ব্যবহার করি। আমাদের পছন্দের খাবার থেকে ফল, সমস্ত কিছুই ওদের খাওয়ানোর অভ্যাস করাতে পছন্দ করি। ওদের বিস্কুট খাওয়ানোর পাশাপাশি অনেক সময়ই নিজের পছন্দের খাবার দিয়ে থাকি। অনেক বাড়িতেই দেখা যায়, ছোটো বয়স থেকে কুকুরদের (Dogs) অনেক ফল খাওয়ানোর অভ্যাস করানো হয়। আপেল, শশা, কলা, পেয়ারা, বেদানা কিংবা আঙুর। বাড়িতে ফল আসলেই এক টুকরো ওদের দিয়ে থাকেন বহু মানুষ। কোনওক্ষেত্রে ওরা খায়, কেউ আবার খায়ও না। কিন্তু কুকুর কি ফল (Fruit) খেতে পারবে? ফল কি ওদের জন্য সঠিক? কোন কোন ফল সারমেয়রা খেলে ক্ষতি নেই? কোন ফলই বা ওদের জন্য ক্ষতিকর? জানুন কী বলছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, সমস্ত ফল কুকুরদের জন্য ক্ষতিকর নয়। বরং, বেশ কিছু ফল ওদের জন্য স্বাস্থ্যকরও বটে। যেমন আপেল, শশা, কলা, এই তিনটি ফল সারমেয়রা খেতেই পারে। এতে ওদের কোনও ক্ষতি হবে না। কিন্তু এর বাইরে অন্য কোনও ফল খেলে তা ওদের জন্য ক্ষতিকর। যেমন আঙুর (Grapes)। এই ফলটি কুকুরদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
সারমেয়রা আঙুর খেলে কী হবে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কুকুরদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি ফল আঙুর। ঠিক ততটাই ক্ষতিকর কিশমিশও (Raisin)। ওদের কোনওভাবেই এই দুটি উপাদান দেওয়া সঠিক নয়। তাঁদের মতে, কুকুরকে যদি আঙুর খেতে দেওয়া হয়, তাহলে ওদের শরীরে টক্সিনের মাত্রা বেড়ে যেতে পারে। এক টুকরো আঙুর কিংবা কিশমিশেই আচমকা কিডনি ফেলিওরের সম্ভাবনা বেড়ে যায়। সমস্ত প্রজাতির এবং সমস্ত বয়সের কুকুরের ক্ষেত্রেই এই অসুখের সম্ভাবনা থাকে।
আরও পড়ুন - Diabetes: কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার শিশুর মধুমেহ রয়েছে?
যদি কোনওভাবে কুকুর আঙুর কিংবা কিশমিশ খেয়ে ফেলে, তাহলে কী করবেন?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি কোনওভাবে কুকুর আঙুর কিংবা কিশমিশ খেয়ে ফেলে, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। বমির মাধ্যমে যাতে পেট থেকে তা বের করে দেওয়া যায়, সেদিকে নজর দিতে হবে। কিন্তু নিজে থেকে কখনও ওদের বমি করাতে যাবেন না। একমাত্র চিকিৎসকই টক্সিন মুক্ত করতে পারেন সঠিক পদ্ধতিতে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )