Dark Lips: ঠোঁট কালো হয়ে যাচ্ছে? ঘরোয়া পদ্ধতিতে আগের রং ফিরে পান
Lips Care: কী করলে ঠোঁটের কালচে ভাব কেটে গিয়ে ঠোঁট আবার নিজের রঙ ফিরে পাবেন?
কলকাতা: বিভিন্ন কারণে আমাদের ঠোঁটের (Lips) আসল রং নষ্ট হয়ে কালচে ভাব দেখা দিতে পারে। কালো ঠোঁট আর কেই বা চান। কিন্তু, নানারকম কারণে বিশেষত, অত্যধিক ধূমপানের ফলে দেখা দেয। এছাড়া শরীরে হরমোনের কারণে বা অ্যালার্জি, অতিরিক্ত রোদে ঘোরা, কফি খাওয়া, লিপস্টিক ব্যবহার করার কারণে ঠোঁট কালো হয়ে যেতে পারে। এছাড়াও, অ্যানিমিয়া এবং ভিটামিনের অভাবের জন্য এমন সমস্যা দেখা দিতে পারে। কিন্তু কী করলে ঠোঁটের কালচে ভাব (Dark Lips) কেটে গিয়ে ঠোঁট আবার নিজের রঙ ফিরে পাবেন?
কী কারণে ঠোঁট কালো হয়ে যায়?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অত্যধিক সূর্যের রশ্মির প্রভাব পড়ে আমাদের ঠোঁটে। রোদের কারণে ঠোঁট কালো হয়ে যায়। এছাড়াও, মারাত্মক পরিমাণে ধূমপান করলেও তার ক্ষতিকর প্রভাবে ঠোঁট কালো হয়ে যায়। অনেক সময় আবার কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও এই সমস্যা দেখা দেয়। কিংবা অন্য কোনও রোগের লক্ষণ হিসেবেও দেখা দেয়।
কীভাবে কালো ঠোঁটের সমস্যা দূর করবেন?
১) টমেটো ঠিক আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা আমাদের অজানা নয়। এমনিতেই টমেটো আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। টমেটোর উপকারিতা অনেক। প্রত্যেকদিন ঠোঁটে টমেটোর রস লাগান। উপকার পাবেন। ধীরে ধীরে কালো ভাব কেটে যাবে।
২) ঠোঁটের কালো দাগ দূর করতে প্রত্যেকদিন ঠোঁটে কিছুক্ষণ মধু লাগিয়ে রাখুন। ঠোঁট নরমও থাকবে আর কালচে ভাবও দূর হয়ে যাবে।
আরও পড়ুন - Eggs: রান্নার পর ফের গরম করে ডিম খাচ্ছেন? নিজের অজান্তেই শরীরে কী ক্ষতি করছেন?
৩) ত্বকের যেকোনও কালো দাগ দূর করতে লেবুর রসের জুড়ি মেলা ভার। ঠোঁটের কালো ভাব দূর করতে লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ঠোঁটে ঘষতে থাকুন। যতক্ষণ না চিনি গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঘষতে থাকুন। এতে ঠোঁটের মড়া কোষ উঠে যাবে এবং ঠোঁট উজ্জ্বলও থাকবে।
৪) প্রত্যেকদিন দুধ বা টক দই তুলোয় করে ঠোঁটে লাগান। ঠোঁটের কালচে ভাব কেটে গিয়ে ঠোঁট ক্রমশ উজ্জ্বল হয়ে উঠবে।
৫) পাতিলেবুর রসের সঙ্গে চিনি বা মধু বা গ্লিসারিন যে কোনও কিছু মিশিয়েই ঠোঁটে ব্যবহার করতে পারেন।
৬. ঠোঁটে আমন্ডের তেল দিয়ে ম্যাসাজ করতে পারেন। প্রতিদিন এই তেল মালিশ করলে ঠোঁটের কালচেভাব দূর হয়।
৭. এসবের পাশাপাশি অবশ্যই প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )