এক্সপ্লোর
Advertisement
Chanakya Niti: পারস্পরিক বিশ্বাস, সম্মান, সমর্পণের মন-সুখী দাম্পত্য অটুট রাখতে চাণক্যের তিন পরামর্শ
জীবনে নানা ক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য গৃহে শান্তি রাখা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করতেন। আর সেজন্যই স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছিলেন তিনি।
নয়াদিল্লি: বিবাহিত জীবন কোনও উপহারের চেয়ে কোনও অংশে কম নয়। এমনটাই মনে করতেন মহা পন্ডিত চাণক্য। জীবনে নানা ক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য গৃহে শান্তি রাখা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করতেন। আর সেজন্যই স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়েছিলেন তিনি। নিম্নোক্ত তিন উপায়ে দাম্পত্য সম্পর্ক শক্তিশালী করা যায় বলে পরামর্শ দিচ্ছেন চাণক্য।
বিশ্বাসে মজবুত হয় সম্পর্ক
চাণক্য মনে করতেন, যে কোনও সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় বিশ্বাসের উপর। বিশ্বাস না থাকলে কোনও সম্পর্কই তার কাঙ্খিত পরিণতিতে পৌঁছতে পারে না। তাই সম্পর্ক মজবুত করতে হলে বিশ্বাসের বাতাবরণ গড়তেই হবে। স্বামী-স্ত্রীর সম্পর্কও তেমনই। এক্ষেত্রেও বিশ্বাসের গুরুত্ব অসীম। তাই তাতে যেন চিড় না ধরে।
সমর্পণের মন যেন থাকে
চাণক্যর মতে সুখী দাম্পত্য জীবনের জন্য সমর্পণের মন যেন থাকে। স্বামী-স্ত্রীর সম্পর্ক যেমন মজবুত, তেমনই স্পর্শকাতরও বটে। পরস্পরের প্রতি সমর্পণ, মানিয়ে নেওয়ার মানসিকতা যেন থাকে। একজনের যখন অপরকে মানিয়ে নেওয়ার ক্ষমতা কমে যেতে থাকে,তখন দুজনের দূরত্ব তৈরি হয়ে যায়। তাই সম্পর্ক মজবুত রাখার জন্য সব সময় চেষ্টা করতে হবে।
প্রেমে যেন ঘাটতি না হয়
চাণক্য মনে করতেন প্রেমের শক্তি অপার। দাম্পত্যে জীবনে যেন প্রেমের ঘাটতি না ঘটে। পরস্পরকে মানিয়ে নেওয়া, একে অপরকে বিশ্বাস করার মতো মানসিকতা না থাকলে প্রেম বেঁচে থাকে না। স্বামী-স্ত্রীর সম্পর্কে প্রেম যত বেশি থাকবে, সম্পর্ক ততই মজবুত হবে। প্রেম কায়েম রাখার জন্য সংবেদনশীল থাকুন ও পরস্পরকে সম্মান করুন।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement