এক্সপ্লোর
Relationship Tips: ভাবনা নয়, মন খুলে বলুন কথা; দূর হবে মনোমালিন্য
Lifestyle Tips: সম্পর্ক মজবুত করার চাবিকাঠি আছে, আপনার কাছেও।
ফাইল ছবি
1/10

যা বলতে চাইছেন তা স্পষ্ট করে বলুন। কোনও সমস্যা হোক বা চাহিদা সংক্ষিপ্তভাবে স্পষ্ট করে কথা বলা জরুরি। সুনির্দিষ্ট ভাবে কথা বললে বিভ্রান্তি তৈরি হবে না। উল্টোদিকে যিনি আছেন তিনিও আপনার প্রত্যাশা বুঝতে পারবেন।
2/10

কথা কখন বলতে হবে তা বোঝা প্রয়োজন। এমন সময় কথা বলুন যে সময় দুজনের মাথাই ঠান্ডা রয়েছে। ঝগড়া বা বাক বিতণ্ডার মাঝে নিজের কথা বলতে গেলে, তাতে লাভ কিছু হয় না। উল্টে হতে পারে ক্ষতি।
Published at : 02 Jan 2025 07:05 PM (IST)
আরও দেখুন






















