Cockroach Allergy: ঘন ঘন অ্যালার্জি ? আরশোলার কারণে নয়তো ? কীভাবে সুস্থ রাখবেন নিজেকে ?
Cockroach Allergy Remedies: ঘন ঘন অ্যালার্জির সমস্যায় ভোগেন অনেকে। বাড়িতে আরশোলার উৎপাত থাকলেও কিন্তু এই সমস্যা হতে পারে। কীভাবে নিজেকে সুস্থ রাখবেন ?
Cockroach Allergy: আরশোলা দেখলেই অনেকে ভয়ে লাফিয়ে ওঠেন। এক জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে যান। অথবা কারও কারও আরশোলা দেখলে প্রচণ্ড ভয়ে সিঁটিয়ে যান। আরশোলাকে সত্যিই এত ভয় পাওয়া উচিত কি না তা নিয়ে প্রশ্নের অবকাশ থেকেই যায়। কিন্তু আরশোলা থেকে শারীরিক সমস্য়া হওয়ার সম্ভাবনা পুরোদমেই থাকে। আর তার মধ্যে অন্যতম সমস্যা হল আরশোলার অ্যালার্জি বা ককরোচ অ্যালার্জি।
আরশোলা থেকে কীভাবে হয় অ্যালার্জি ?
আরশোলার ত্বক ও শরীরের বিভিন্ন অংশে একটি বিশেষ ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিনই অ্যালার্জেন (Cockroach Allergy Remedies) হিসেবে কাজ করে। মনে রাখতে হবে, যেকোনও অ্যালার্জির পিছনেই মূলত প্রোটিনই থাকে। এই প্রোটিনটি শরীরে প্রবেশ করলেই অ্যালার্জির নানা উপসর্গ দেখা দিতে শুরু করে।
মৃত আরশোলা থেকেও বিপদ ?
বিশেষজ্ঞদের কথায়, আরশোলার শরীরের বিভিন্ন অংশ ছাড়াও এদের বর্জ্য পদার্থেও ওই প্রোটিন ভরপুর পরিমাণে থাকে। তাই মৃত আরশোলা থেকেও ছড়াতে পারে অ্যালার্জি।
আরশোলার অ্যালার্জির ক্ষেত্রে কী কী উপসর্গ ?
আরশোলার অ্যালার্জির ক্ষেত্রে (Cockroach Allergy Signs) দুই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। একটি হল শ্বাসকষ্টজনিত অ্যাজমার সমস্যা। অন্যটি হল ত্বকের বিভিন্ন সমস্যা।
শ্বাসকষ্টজনিত সমস্যার মধ্যে —
- নাক থেকে জল পড়া।
- প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়া।
- ঘন ঘন হাঁচি
- নাক বন্ধ হয়ে যাওয়া।
- নাকে চুলকানি হওয়া
ত্বকের সমস্যার মধ্যে —
- ত্বক লাল হয়ে যায়।
- ত্বক চুলকাতে থাকে।
- প্রচুর র্যাশ হতে থাকে।
কীভাবে আরশোলার প্রকোপ থেকে বাঁচবেন ?
আরশোলার অ্যালার্জি প্রতিরোধের (Cockroach Allergy Prevention) সবচেয়ে সহজ উপায় হল আরশোলার প্রকোপ থেকে নিজেকে রক্ষা করা। আর তার জন্য কিছু সুঅভ্যাস গড়ে তোলা জরুরি। এই অভ্যাসগুলি থাকলে আরশোলা বাড়িতে বা বাড়ির আশেপাশে বাসা গড়ার সুযোগ পায় না।
- ডাস্টবিনগুলি ভাল করে ঢেকে রাখুন।
- খাবার এয়ারটাইট কনটেনারে রাখুন।
- ময়লা প্লেট ফেলে রাখবেন না। যত দ্রুত হয়, ধুয়ে ফেলুন।.
- খাবারের টেবিল মুছে পরিষ্কার রাখা বাঞ্ছনীয়।
- পোষ্য়কে খাবার দেওয়ার ক্ষেত্রেও নিয়ম মানতে হবে। তাঁর প্লেট যেন খাওয়ার পর পরিষ্কার থাকে।
- ঘরের কোণাগুলি সাফ রাখতে হবে।
- দেওয়াল ও মেঝের ফাটলগুলি বুজিয়ে দিন। কারণ সেখানেই বেশি আরশোলা বাসা বাঁধে।
- এছাড়াও, আরশোলা তাড়াতে রাসায়নিক ও ঘরোয়া উপকরণের সাহায্য নিতে পারেন।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Lonavala Falls: বৃষ্টির জেরে ঝর্নার তীব্র স্রোত, অসাবধান হতেই তলিয়ে গেল ৭ জনের পরিবার
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )