Lonavala Falls: বৃষ্টির জেরে ঝর্নার তীব্র স্রোত, অসাবধান হতেই তলিয়ে গেল ৭ জনের পরিবার
Lonavala Falls Incident: বৃষ্টির জেরে ঝর্নার জলে তীব্র স্রোত ছিল সকাল থেকেই। তাঁর মধ্যেই পিকনিক করতে গিয়ে একটু অসাবধান হন ৭ জনের একটি পরিবার।
Lonavala Falls: সপ্তাহের শেষে গোটা পরিবার মিলে ঘুরতে বেরিয়েছিলেন। কিন্তু সেই ঘুরতে যাওয়ার পর যে আর বাড়ি ফেরা হবে না, তা কে জানত। পাহাড়ি ঝর্না দেখতে সুন্দর হলেও আসলে কিছু কিছু সময় বিধ্বংসী, সর্বগ্রাসী হয়ে ওঠে। তা অনেকেই খেয়াল রাখেন না। যার মাসুল গুনতে হয় হাতেনাতে। সম্প্রতি মহারাষ্ট্রে এমন ঘটনাই ঘটল। সাতজনের এক পরিবার পিকনিক করতে গিয়েছিলেন সেখানকার বিখ্যাত লোনাভালা ঝর্নার তীরে (Lonavala Falls Incident)। কিন্তু প্রবল জলের বেগে একটু অসাবধান হতেই তলিয়ে গেলেন সকলে।
একটু অসাবধান হতেই
এমনিতে লোনাভালা ঝর্না তেমন বিপজ্জনক নয় বলেই সকলের কাছে পরিচিত। অনেকেই সেখানে পা ডুবিয়ে বসে থাকেন। এমনকি ঝর্নার মাঝে খাবারের স্টলও বসে। কিন্তু এই দিনের কথা একেবারেই আলাদা। কারণ এই দিন সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। প্রসঙ্গত, লোনাভালা ঝর্নাটি ভুসি বাঁধের তীরেই অবস্থিত। প্রবল বৃষ্টির কারণে ভুসি ড্যামের জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছিল। সংবাদমাধ্যম সূত্রের খবর, বাঁধ উপচে যায়। এই দিন তাই ঝর্নার মধ্যে জলের বেগ অনেকটাই বেশি ছিল। তার মধ্যেই ওই পরিবারটি জলেরমধ্যে একটি পাথরের উপর চলে যান। কিন্তু সেখান থেকে ফিরতে পারেননি জলের প্রবল বেগের জেরে। তীব্র স্রোত এসে ভাসিয়ে নিয়ে যায় তাঁদের।
শুরু হয়েছে উদ্ধারকাজ
ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। কীভাবে ওই ঝর্নার মধ্যে সাতজনের পরিবারটি গেল, তা এখনও স্পষ্ট নয়। তবে পিটিআই, আইএএনএস সূত্রের খবর অনুযায়ী ওই সাতজনের পরিবারটি ঝর্নার মধ্যে কাছাাকাছি থাকা একটি পাথরের উপর চলে যায়। এই অবস্থায় জলের বেগ বেড়ে গেলে তারা আর ফিরতে পারেননি সেখান থেকে। এক মিনিটের মধ্যেই পরবর্তী দুর্ঘটনা ঘটে যায়। ঘটনাটি ঘটে রবিবার দুপুর দেড়টা নাগাদ। তার পর সেখানে পুলিশ ও উদ্ধারকর্মীরা ছুটে আসেন। তাদের চেষ্টায় শুরু হয় উদ্ধারকাজ। তবে সন্ধ্যে নেমে আসায় বেশিক্ষণ উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি।
নিরাপত্তা নিয়ে গাফিলতি
নিরাপত্তা নিয়ে ওই ঝর্নায় বড়সড় গাফিলতি রয়েছে বলে অভিযোগ স্থানীয় পর্যটকদের। কারণ আশেপাশে কোনও ব্য়ারিকেড বা সুরক্ষার কিছু নেই বলে অনেকেই ঝর্নার মধ্য়ে বা কাছে চলে যান। এই সংক্রান্ত ভিডিয়োও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন - Goldman Of Bihar: ‘বিহারের স্বর্ণমানব’, বাইকটাও সোনার ! কেন এমন 'সোনায় সোহাগা' হওয়ার সাধ প্রেমের ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।