Curly Hair Care Tips: কোঁকড়ানো চুলও হবে মোলায়েম-উজ্জ্বল, কোন কোন তেল ব্যবহার করলে মিলবে উপকার?
Natural Oils For Curly Hair: সারা বছর কোঁকড়ানো চুলের যত্নে একটা বিষয় খেয়াল রাখা জরুরি। স্ক্যাল্প বা মাথার তালু এবং চুলের লম্বা অংশে ভালভাবে তেল মালিশ করতে হবে।

Curly Hair Care Tips: কোঁকড়ানো চুলে অন্যান্য ধরনের চুলের তুলনায় প্রয়োজন বেশি যত্নের। সাবধানে চিরুনি দিয়ে আঁচড়াতে হয়। আলতো হাতে শ্যাম্পু করতে হয়। সতর্ক ভাবে অয়েল ম্যাসাজ করতে হয়। শোওয়ার সময় বেঁধে শুতে পারলে ভাল। তাহলে চুলে সহজে জট পড়বে না। আসলে কোঁকড়ানো চুলে একবার জট পড়ে গেলে, তা ছাড়ানো কোনও অংশে যুদ্ধের থেকে কম নয়। অতএব এটা স্পষ্ট যে কোঁকড়ানো চুলের ঝক্কি অনেক বেশি।
সারা বছর কোঁকড়ানো চুলের যত্নে একটা বিষয় খেয়াল রাখা জরুরি। স্ক্যাল্প বা মাথার তালু এবং চুলের লম্বা অংশে ভালভাবে তেল মালিশ করতে হবে। যদি আপনার স্ক্যাল্প খুব তেলতেলে ধরনের হয় কিংবা আপনার চুলে খুশকির সমস্যা থাকে অথবা আপনার স্কিন খুব সেনসিটিভ হয়, তাহলে অয়েল ম্যাসাজ করবেন নাকি করবেন না, সেই ব্যাপারে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
কোঁকড়ানো চুলে আর্দ্রভাব অর্থাৎ ময়শ্চারাইজড ভাব বজায় রাখার জন্য কোন কোন ধরনের তেল দিয়ে ম্যাসাজ করলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন, দেখে নিন
- বিভিন্ন ধরনের প্রাকৃতিক তেল বা ন্যাচারাল অয়েল কোঁকড়ানো চুলের জন্য ভাল। এই তালিকায় রাখুন জোজোবা অয়েল। কোঁকড়ানো চুলের জট ছাড়াতে, রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে এই তেল।
- কোঁকড়ানো চুলের যত্নে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন আপনি। প্রচুর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে এই তেলে। তার ফলে চুলে বজায় থাকে আর্দ্রভাব। রুক্ষ-শুষ্ক ভাব দূর হয়।
- কোঁকড়ানো চুলের যত্নে আর্গন অয়েল ব্যবহার করতে পারে নিশ্চিন্তে। এই ন্যাচারাল অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ।
- চুলের একাধিক সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে ক্যাস্টর অয়েলের মধ্যে। এই তেল কোঁকড়ানো চুলেও ব্যবহার করা ভাল। এই তেল একটু ভারী এবং চিটচিটে ধরনের হওয়ায় অন্য কোনও তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর ম্যাসাজ করুন চুল এবং স্ক্যাল্পে। নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েল দারুণ ভাবে সাহায্য করে।
- কোঁকড়ানো চুলের প্রায় সব সমস্যার সমাধান করতে পারবে মেথি তেল। মেথি নারকেল তেলের মধ্যে দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। চাইলে একটু কারিপাতা এবং কালোজিরেও দিতে পারেন। তেল ভাল করে ফুটে গেলে, ছেঁকে একটা কাচের পাত্রে রেখে দিন। মেথি তেল চুলে এবং স্ক্যাল্পে ম্যাসাজ করলে সঠিক পুষ্টি হবে। চুল পড়ার সমস্যা কমবে। নতুন চুলও গজাবে দ্রুত।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
