WB News Live : বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের উদ্যোগে তৈরি করা হল 'বাবরি' হটাও মঞ্চ
বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের উদ্যোগে তৈরি করা হল 'বাবরি' হটাও মঞ্চ। তাদের স্লোগান, ধর্ম ব্যক্তিগত কিন্তু বাবর বহিরাগহত। তাদের দাবি, মসজিদ তৈরি করা হোক কিন্তু তা বাবরের নামে হতে পারে না।
LIVE

Background
বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের উদ্যোগে তৈরি করা হল 'বাবরি' হাটাও মঞ্চ। তাদের স্লোগান, ধর্ম ব্যক্তিগত কিন্তু বাবর বহিরাগহত। তাদের দাবি, মসজিদ তৈরি করা হোক কিন্তু তা বাবরের নামে হতে পারে না। 'বাবরি' মসজিদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে, মিটিং, মিছিল হবে, মুর্শিদাবাদে গিয়েও আন্দোলন করা হবে বলে জানিয়েছেন মঞ্চের সদস্যরা। এই মঞ্চের সদস্যরা আগেও একাধিকবার হিন্দুদের রক্ষা সম্পর্কিত একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন। এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনও উত্তর দেবেন না বলে জানিয়েছেন হুমায়ুন কবীর।
উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের জামিনের নির্দেশের পর চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা। এই রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে CBI।
সাড়ে তিন বছর আগে সামনে এসেছিল হাঁসখালির হাড় হিম করা ঘটনা। জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ, তারপর নাবালিকার মৃত্য়ু এবং শেষে ডেথ সার্টিফিকেট ছাড়াই তড়িঘড়ি মৃতদেহ সৎকার। কীভাবে CBI-এর হাতে গেল তদন্তভার? কী ছিল CBI-এর চার্জশিটে? দেখে নেব।
সোমবার ঘোষণা, মঙ্গলবার বাতিল। বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করলেন হুমায়ুন কবীর। প্রার্থী হওয়ার পর ভাইরাল হতে থাকে নিশার বিভিন্ন ছবি ও ভিডিও। এরপরই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন। অন্যদিকে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন নিশা।
দক্ষিণ ২৪ পরগনার নীলা গ্রামে, কার্যত ছাইয়ে ঢেকেছে গোটা এলাকা। ক্ষতির মুখে এলাকার চাষবাস। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ। যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক বাসিন্দারা। কেউ কেউ ঘর ছাড়তেও বাধ্য হয়েছেন। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপারমিল কর্তৃপক্ষ। তাদের দেখে কার্যত ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে, এই ঘটনায় আরও ৫ দিনের ডেডলাইন বেঁধে দিলেন ডায়মন্ডহারবারের SDO শুভ্রজিৎ গুপ্ত।
WB News Live : ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্য়ু
ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্য়ু
মৃত পরিযায়ী শ্রমিকের নাম জুয়েল রানা, তাঁর বয়স ১৯
ওই শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের চকবাহাদুরপুর গ্রামে
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ শ্রমিক আকির ও পলাশ শেখ
News Live : ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার
ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার । শান্তনু ঠাকুরের একাধিক অনুগামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের মমতা ঠাকুরের। মমতা ঠাকুরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ১ ।






















