Dates Eating Benefits: রোজ একটা করে খেজুর খেলে ভাল থাকবে হার্ট, দিনভর চাঙ্গা থাকবেন আপনি, আর কী কী উপকার?
Healthy Dry Fruits: খেজুরে থাকা ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও সাহায্য করে। খেয়াল রাখে অন্ত্রের স্বাস্থ্যের। ফলে হজমশক্তি ভাল হয়।

Dates Eating Benefits: প্রতিদিন একটা বাদাম কিংবা ড্রাই-ফ্রুটস আপনি খেতে পারলে সুস্থ থাকবেন নানা ভাবে। এই তালিকায় রাখতে পারেন খেজুর। প্রতিদিন একটা করে খেজুর খেলে অনেক উপকার পাবেন আপনি। তবে খেজুর বেশি খাওয়া হয়ে গেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই রোজ যাঁরা খেজুর খাবেন, একটার বেশি খেতে যাবেন না। হিতে বিপরীত হয়ে যাবে।
প্রতিদিন একটা করে খেজুর খেলে কী কী উপকার পাবেন আপনি
- সকালে ঘুম থেকে উঠে একটা খেজুর খেয়ে নিলে দিনভর চাঙ্গা থাকবেন আপনি। সারাদিন বজায় থাকবে ভরপুর এনার্জি। কাজে ক্লান্তি লাগবে না। পরিশ্রম করতে পারবেন। ঝিমিয়ে পড়বেন না।
- খেজুরে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। তার ফলে ভাল থাকে হার্ট। হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমে। হৃদযন্ত্রের অন্যান্য রোগ থেকেও আপনাকে দূরে রাখবে।
- খেজুরে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। এই তিন উপকরণ হাড় এবং দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে। তাই বুড়ো বয়স পর্যন্ত দাঁত এবং হাড় মজবুত রাখতে চাইলে রোজ একটা খেজুর খাওয়া ভাল।
- খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। হেলদি স্ন্যাক্স হিসেবে এই শুকনো ফল রাখতে পারেন মেনুতে। দীর্ঘক্ষণ পেট ভরে থাকবে। টুকটাক খাবার হিসেবে খেজুর বেশ ভাল। যাঁরা রোজ কাজের সূত্রে বাইরে বেরোন, ব্যাগে রেখে দিন খেজুর। খিদে পেলে খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে।
- খেজুরে থাকা ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও সাহায্য করে। খেয়াল রাখে অন্ত্রের স্বাস্থ্যের। ফলে হজমশক্তি ভাল হয়। অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা থেকে রেহাই পাবেন অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকলে।
- মস্তিষ্ক সজাগ রাখতে, স্মৃতিশক্তি প্রখর করতে কাজে লাগে খেজুর। তাই রোজ একটা করে অবশ্যই খান। বহু বয়স পর্যন্ত সজাগ, সক্রিয়, প্রখর থাকবে আপনার মস্তিষ্ক।
- খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। ফলে আমাদের শরীরে আয়রনের ঘাটতি হবে না রোজ একটা খেজুর খেলে। আয়রনের ঘাটতি না হলে হিমোগ্লোবিন সংক্রান্ত সমস্যাও হবে না।
খেজুর খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। তবে রোজ খেলে পরিমাণের দিকে নজর রাখুন। যাঁরা নিয়মিত খেজুর খান, তাঁরা রোজ একটা করে খেজুর খাবেন। নাহলে বাড়বে পেটের সমস্যা।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















