Dark Web: কীভাবে শুরু হয় ডার্ক ওয়েব ? শুধুই কি অপরাধের জগত ? নাকি সংঘটিত হয় আরও বড় 'যজ্ঞ' ?
Dark Web History Politics And Crime:
Dark Web: এই যে এবিপি লাইভের এই বিশেষ প্রতিবেদনটি আপনি পড়তে পারছেন, তার কারণ একটি বিশেষ ওয়েবে আপনি রয়েছেন। আর সেটি হল সারফেস ওয়েব। সারফেস শব্দটার অর্থ হল তল। অনেকটা আমাদের গায়ের ত্বক বা পৃথিবীর ভূপৃষ্ঠের মতো। এই সারফেস ওয়েব কিন্তু আসলে পুরো ওয়েবদুনিয়ার একটি ছোট্ট অংশ! সমগ্র ওয়েব দুনিয়ার বাকি বড় অংশ জুড়ে রয়েছে ডার্ক ওয়েব। ঠিক যেমন খালি চোখে আমরা নিজেদের শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাই না। দেখতে পাই না পৃথিবীর ভূগর্ভে কী আছে, ঠিক তেমনই দেখা যায় না সারফেস ওয়েবের ভিতরে লুকিয়ে থাকা ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব দেখতে গেলে ওয়েব দুনিয়া সত্যিকার অর্থেই 'খুঁড়তে' হয়। খুঁড়ে খুড়ে বিভিন্ন স্তর পেরোতে হয়। পৃথিবীর যেমন বিভিন্ন স্তর রয়েছে তেমনই। তবেই এমন এক জগতে পৌঁছানো যায়, যেখানে সব অন্ধকার। অন্ধকার দুনিয়া নিয়েই সেখানে কাজ হয়। ভাল হোক বা খারাপ কাজ। আর তাই হয়তো নামটাও অমন, ডার্ক ওয়েব। কিন্তু কীভাবে সৃষ্টি হল এই ডার্ক ওয়েব ? কাদের প্রথম পরিকল্পনা ছিল এই বিশেষ ওয়েব বানানোর ? কী উদ্দেশ্য ছিল তাঁর পিছনে ? ইতিহাসটা বেশ আকর্ষণীয় এবং 'ডার্ক'ও বটে!
বিস্তারিত আসছে...