High BP: উচ্চ রক্তচাপের সঙ্গে ক্লান্তি, দুর্বলতাও বাড়ছে ? বড় রোগের লক্ষণ ?
High Blood Pressure With Fatigue: উচ্চ রক্তচাপে অনেকে ক্লান্ত ও দুর্বল বোধ করেন। এটি কি বড় রোগের লক্ষণ ?
কলকাতা: উচ্চ রক্তচাপের সমস্যায় অনেকেই ভোগেন। রক্তচাপ বাড়লে বেশ কিছু লক্ষণ দেখা যায়। এর মধ্যে অন্যতম হল ক্লান্ত ও দুর্বল বোধ করা। অনেকেই রক্তচাপ বেড়ে গেলে সেভাবে কাজের শক্তি পান না। কাজ করতে করতে হাঁপিয়ে পড়েন। মাঝে মাঝে ক্লান্ত বোধ করেন। বেশি চাপ নিতে হলে অস্বস্তি বেড়ে যায়। কিন্তু রক্তচাপ বাড়লেই কি শরীর দুর্বল হয় ? কেন হয় ? জেনে নেওয়া যাক বিশদে।
রক্তচাপ বাড়লে কি ক্লান্তি বাড়ে ?
বিশেষজ্ঞদের কথায়, উচ্চ রক্তচাপ ক্লান্তির (High Blood Pressure Signs) বড় কারণ। নানা কারণেই একজন ক্লান্ত হয়ে পড়তে পারেন। এর মধ্যে উচ্চ রক্তচাপ অন্য়তম একটি কারণ। উচ্চ রক্তচাপে ক্লান্ত (Fatigue Reasons) হয়ে পড়ার পিছনে বেশ কিছু শারীরিক কারণ থাকে। এবার সেগুলির ব্যাপারে বিশদে জেনে নেওয়া যাক।
উচ্চ রক্তচাপে (High Blood Pressure) ক্লান্ত হয়ে পড়ার কী কী কারণ
রক্ত কতটা জোরে হার্টের ধমনীতে ধাক্কা মারছে, তা-ই বলে দেয় রক্তচাপের মাপ। উচ্চ রক্তচাপ বলতেও সেই চাপকে বোঝানো হয়।
- পেরিফেরাল আর্টারি ডিজিজ - উচ্চ রক্তচাপের জেরে শরীরের বিভিন্ন অংশের ধমনী সংকুচিত হয়ে যায়। এই তালিকায় রয়েছে মাথা, পেট ও শরীরের অন্যান্য জয়েন্টগুলি। এর ফলে রক্ত প্রবাহ কমে যায় শরীরের এই অংশে। যা অক্সিজেন পরিবহন কমিয়ে দেয়। ফলে ক্লান্ত লাগে।
- করোনারি আর্টারি ডিজিজ - করোনারি আর্টারি ডিজিজ উচ্চ রক্তচাপের অন্যতম কারণ। উচ্চ রক্তচাপের জেরে হার্টের ধমনী কিছুটা সরু হয়ে যায়। যার ফলে রক্তচাপে বাধা তৈরি হয়। এটি অক্সিজেনের পরিবহন কমিয়ে দিতে পারে। তবে এই রোগ থাকলে আরও বেশ কিছু লক্ষণ দেখা যায়। এই তালিকায় রয়েছে, বুকে ব্যথা বা টানটান লাগা। যাকে অ্যাঞ্জাইনা বলা হয়। হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে। হাত ও ঘাড়ে ব্যথা হতে থাকে। শ্বাসকষ্ট হয়।
- হার্টের আকার বেড়ে যায় - উচ্চ রক্তচাপের কারণে হার্টের আকারও বেড়ে যায় একটা সময়। এর ফলে হার্টের বেশি অক্সিজেন প্রয়োজন। যা হার্ট ঠিকমতো পায় না। তার থেকে ক্লান্তি ও দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Visceral Fat: ভিতরে ভিতরে নানা অঙ্গে ফ্যাট জমছে? কী হয় এতে ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )