Fatty Liver : একটি ইঞ্জেকশনেই বধ হবে লিভারে জমা বাড়তি মেদ ! ফ্যাটি লিভার সারানোর মোক্ষম দাওয়াই হাজির?
Fatty Liver injection : ফ্যাটি লিভার শীঘ্রই "নীরব মহামারী"র আকার নেবে। তাহলে metabolic dysfunction-associated fatty liver disease (MAFLD) থেকে নিস্তার কীভাবে, এই প্রশ্নটাই দানা বাঁধছে।

ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে ফ্যাটি লিভার ডিসিজ। ফ্যাটি লিভার ক্রমেই গোপন মহামারীর চেহারা নিচ্ছে। একটা সময় পর্যন্ত ধারণা ছিল, ফ্যাটি লিভার মানেই অ্যালকোহলের প্রভাব। কিন্তু মদ্যপান থেকে শতহস্ত দূরে থাকেন এমন মানুষও এখন ফ্যাটি লিভারের কবলে।কিছুদিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার মুখেও শোনা যায় ফ্যাটি লিভারের ভয়াবহতার কথা। তিনি আশঙ্কা প্রকাশ করেন ফ্যাটি লিভার শীঘ্রই "নীরব মহামারী"র আকার নেবে। তাহলে metabolic dysfunction-associated fatty liver disease (MAFLD) থেকে নিস্তার কীভাবে, এই প্রশ্নটাই দানা বাঁধছে।
বছরের পর বছর ধরে, ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে আনা যায় কীভাবে, তা নিয়ে ডাক্তাররা রিসার্চ চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, খাদ্যাভ্যাস এবং ব্যায়ামই ফ্যাটি লিভার বাগে আনার সর্বোত্তম উপায়। তবে একটি নতুন গবেষণায় দেখা গেছে যে ION224 নামক ইনজেকশন ফ্যাটি লিভার রোগের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরী হতে পারে। হয়ত আগামীতে এই ইঞ্জেকশনের কার্যকারিতা প্রমাণিত হবে। একটি নতুন ক্লিনিকাল ট্রায়ালে দেখা গিয়েছে, ION224, আয়োনিস ফার্মাসিউটিক্যালস ( Ionis Pharmaceuticals) এর তৈরি ইঞ্জেকশনটি লিভারে জমা ফ্যাটের বিরুদ্ধে বিশেষ প্রতিরোধ গড়ে তুলছে। এটি Liver-directed antisense inhibitor, যা লিভারের চর্বি ধ্বংস করে।
গবেষকদের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুয়ের্তো রিকোর ৪৩টি ক্লিনিকাল সাইট জুড়ে চালানো হয়েছে সমীক্ষাটি। এই পরীক্ষার আওতায় রাখা হয়েছিল ১৮ থেকে ৭৫ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের । অংশগ্রহণকারীদের মাসিক ৬০ মিলিগ্রাম, ৯০ মিলিগ্রাম, অথবা ১২০ মিলিগ্রাম, অথবা একটি প্লাসিবোতে ION224 এর সাবকুটেনিয়াস ইনজেকশন দেওয়া হয়েছিল। অংশগ্রহণকারীদের প্রায় এক বছর ধরে এলোমেলোভাবে ওষুধের বিভিন্ন ডোজ বা একটি প্লাসিবো দেওয়া হয়েছিল। ট্রায়ালের শেষে ইঞ্জেকশনের সর্বোচ্চ ডোজ গ্রহণকারী প্রায় ৬০% রোগীর উল্লেখযোগ্য উন্নতি চোখে পড়ে।
MASH, যা পূর্বে নন-অ্যালকোহলিক স্টিটোহেপাটাইটিস (NASH) নামে পরিচিত ছিল, এর ক্রমবর্ধমান প্রকোপ এবং লিভার ফাইব্রোসিস এবং সিরোসিসের অগ্রগতির ঝুঁকির কারণে এখনও উল্লেখযোগ্য চিকিৎসা চাহিদা পূরণ না হওয়া অবস্থায় রয়েছে ।
২০৩০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭ মিলিয়ন ব্যক্তি MASH-তে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে । এদের মধ্যে ২০% পর্যন্ত রোগীর সিরোসিস হওয়ার ঝুঁকি রয়েছে। সেই সঙ্গে বেড়েছে স্থূলতা এবং টাইপ ২ ডায়াবেটিসের প্রবণতা, যা ফ্যাটি লিভারের সমস্যা বৃদ্ধি করে। তাই এই মুহূর্তে ফ্যাটি লিভারের একটি সুনির্দিষ্ট চিকিৎসা হওয়া জরুরি।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















