Hair Care Tips: বছরের শুরুতেই চুলে রং করিয়েছেন? এবার প্রয়োজন সঠিন যত্নের, কীভাবে সম্ভব?
Hair Care: চুলে বাহারি স্টাইলের পাশাপাশি খেয়াল রাখতে হবে যত্নের দিকেও। তবেই ভাল থাকবে চুলে স্বাস্থ্য। দেখা দেবে না একাধিক সমস্যা।
Hair Care Tips: নতুন বছরের শুরুতে অনেকেরই অনেক উৎসবের পরিকল্পনা রয়েছে। কেউ যাবেন পিকনিকে। কেউবা পার্টিতে। আর শীতের মরশুমের এইসব উৎসব-পার্বণে যেতে গেলে মানানসই সাজও হতে হবে। আজকাল পার্টির সাজে ট্রেন্ড রয়েছে রং-বেরঙের চুল। নিয়ন রং যেমন- নীল, সবুজ, লাল- এইসব আজকাল অনেকেই করে থাকেন চুলের কিছুটা অংশে। তবে চুলে শুধু রং করলেই তো হবে না। তারপর চুলের সঠিকভাবে যত্ন এবং পরিচর্যা প্রয়োজন। অনেকে আবার চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্যই বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করিয়ে থাকেন। আজকাল হেয়ার বোটক্স এবং কেরাটিন ট্রিটমেন্ট খুবই জনপ্রিয়। এছাড়াও চুল স্ট্রেট করা, কার্ল করা, স্মুদনিং করা- এইসব তো রয়েইছে।
চুলে বাহারি স্টাইলের পাশাপাশি খেয়াল রাখতে হবে যত্নের দিকেও। তবেই ভাল থাকবে চুলে স্বাস্থ্য। দেখা দেবে না একাধিক সমস্যা। তাহলে চলুন দেখে নেওয়া যাক, চুলে বিভিন্ন ট্রিটমেন্টের পর, রং করা থাকলে, কেমিক্যাল ট্রিটমেন্ট হলে, তারপর কীভাবে আপনি চুলের যত্ন নেবেন।
- চুলে রং করলে কিংবা কোনও কেমিক্যাল ট্রিটমেন্ট করার পর বিশেষ যত্নের প্রয়োজন। নাহলে চুল পড়ার সমস্যা মারাত্মক হারে বেড়ে যেতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।
- রং করার পর কিংবা কোনও কেমিক্যাল ট্রিটমেন্টের পরে কীভাবে চুলের যত্ন নেবেন, দেখে নিন একনজরে। শ্যাম্পু বেছে নেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকুন। সালফার ছাড়া শ্যাম্পু ব্যবহার করুন।
- একটু হাল্কা ধরনের মাইল্ড শ্যাম্পু ব্যবহার করলে আপনার চুল ভাল থাকবে। মোলায়েম এবং উজ্জ্বল হবে। চুলে স্ট্রেটনার কিংবা কার্লার অথবা ড্রায়ার কোনও হিটিং টুল ব্যবহার করবেন না একেবারেই।
- বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া চুলে নিজের ইচ্ছে মতো প্রোডাক্ট ব্যবহার করবেন না। এর জেরে ক্ষতির সম্ভাবনাই বেশি। কোনওভাবে চুলে কোনও সমস্যা দেখা দিলে অতি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অবহেলা না করে।
- চুলের পাশাপাশি স্ক্যাল্পেরও যত্ন প্রয়োজন। মাঝে মাঝে হাল্কা অয়েল ম্যাসাজ চুল ও স্ক্যাল্প দুইয়ের জন্যই জরুরি। চুলে ভাল শ্যাম্পুর পাশাপাশি ভাল ধরনের কন্ডিশনারও ব্যবহার করতে হবে। তবেই ভাল থাকবে চুল।
আরও পড়ুন- দ্রুত মেদ ঝরানোই নিউ ইয়ার রেজোলিউশন, কীভাবে কম সময়ে কমাবেন ওজন?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।