Happy Basant Panchami 2022: সরস্বতী পুজোর বিশেষ হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোডের পদ্ধতি
সরস্বতী পুজো আসলেই বোঝা যায় শীতের শেষ আর বসন্তের শুরু হতে চলেছে। সারা দেশে এই উৎসব পালন করা হয়। কোথাও বসন্ত পঞ্চমী নামে তো কোথাও সরস্বতী পুজো নামে।
কলকাতা: রাত পোহালেই সরস্বতী পুজো (Saraswati Puja 2022)। ছোট থেকে বড়, পড়ুয়া থেকে অভিভাবক, প্রত্যেকের জীবনেই সরস্বতী পুজোর মাহাত্ম্য অন্যরকমের। বছর পড়তে না পড়তেই ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনের। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বহু বাড়িতে এই বিশেষ দিনে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। সরস্বতী পুজো আসলেই বোঝা যায় শীতের শেষ আর বসন্তের শুরু হতে চলেছে। সারা দেশে এই উৎসব পালন করা হয়। কোথাও বসন্ত পঞ্চমী নামে তো কোথাও সরস্বতী পুজো নামে।
সরস্বতী পুজো বাঙালিদের কাছে একটু অন্য মাত্রা নেয় অবশ্যই। বলা হয়, সরস্বতী পুজোই বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের দিন ১৪ ফেব্রুয়ারি আসতে এখনও বাকি কয়েকটা দিন। কিন্তু সরস্বতী পুজোর দিনই বাঙালি অল্প বয়সীদের মধ্যে প্রেমের দিন হিসেবে পরিচিত। এই বিশেষ দিনে প্রিয়জন, বন্ধু, আত্মীয়কে অবশ্যই শুভেচ্ছাবার্তা পাঠাবেন। কীভাবে সরস্বতী পুজোর জন্য পাঠানো বিশেষ স্টিকার কিংবা ওয়ালপেপার ডাউনলোড করবেন তা একবার দেখে নিন।
আরও পড়ুন - Saraswati Puja 2022 Date: আগামী বছর কবে পড়েছে সরস্বতী পুজো? কতক্ষণই বা থাকবে তিথি?
১. প্রথমে গুগলে যেতে হবে।
২. এবার সার্চ অপশনে গিয়ে লিখুন 'সরস্বতী পূজা হোয়াটসঅ্যাপ স্টিকার বা ওয়ালপেপার।' আর সার্চ অপশনে ক্লিক করুন।
৩. সার্চ অপশনে ক্লিক করলেই আপনার সামনে সরস্বতী পুজোর অনের স্টিকার এবং ওয়ালপেপার চলে আসবে।
৪. যেটা পছন্দ সেই স্টিকার কিংবা ওয়ালপেপারের উপর একটা ক্লিক করুন অথবা হোল্ড করুন।
৫. এবার আপনাকে ডাউনলোড অপশন দেখাবে।
৬. ডাউনলোড অপশনে ক্লিক করলেই পছন্দমতো স্টিকার কিংবা ওয়ালপেপার ডাউনলোড হয়ে যাবে।
৭. পছন্দমতো ডাউনলোড করে নিন আর প্রিয়জনদের পাঠিয়ে দিন।
প্রসঙ্গত, পঞ্জিকা মতে জানা যাচ্ছে, ২০২২-এ সরস্বতী পুজোর দিন পড়ছে আগামী ৫ ফেব্রুয়ারিতে। জানা গিয়েছে, ৫ ফেব্রুয়ারি ২০২২ রাত ৩.৪৭ মিনিটে শুরু হচ্ছে পুজোর শুভক্ষণ। আর তা থাকবে ৬ ফেব্রুয়ারি ২০২২ রাত ৩.৪৬ পর্যন্ত।