Saraswati Puja 2022 Date: আগামী বছর কবে পড়েছে সরস্বতী পুজো? কতক্ষণই বা থাকবে তিথি?
শীতকালীন উৎসব শুরু হয়ে গিয়েছে। দেখতে দেখতে নতুন বছরও চলে আসবে। নতুন উদ্যমে নতুন আশায় শুরু হবে নতুনভাবে পথ চলা। শীতকাল আসলেই বাংলার মানুষ যে উৎসবগুলোর জন্য অপেক্ষা করে তার মধ্যে অন্যতম সরস্বতী পুজো।
কলকাতা: বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই আমরা নতুন বছরে (New Year 2022) পা দেব। গত দুটো বছর করোনা পরিস্থিতি চলার কারণে উৎসবে মন খুলে আনন্দ উপভোগ ততটাও করতে পারিনি। এখনও চলছে কোভিড১৯-এর প্রকোপ। নতুন বছর অতিমারির কালো ছায়া যাতে কেটে নতুন সূর্য ওঠে, তারই অপেক্ষায় দিন গুনছে বিশ্ববাসী। গত দুটো বছর ধরে কালের নিয়মে হয়তো সমস্ত উৎসবই এসেছে এবং চলেও গিয়েছে নিজের নিয়মে। মানুষও সমস্ত উৎসবই কম-বেশি উপভোগও করেছে। কিন্তু করোনার সংক্রমণের চিন্তা মাথায় নিয়ে উৎসবে মেতে উঠতে হয়েছে সবাইকে। নতুন বছর শুরুর আগে তাই হয়তো সকলেই মনে মনে প্রার্থনা করছেন যাতে এই অতিমারির হাত থেকে রেহাই নিষ্কৃতি মেলে।
শীতকালীন উৎসব শুরু হয়ে গিয়েছে। দেখতে দেখতে নতুন বছরও চলে আসবে। নতুন উদ্যমে নতুন আশায় শুরু হবে নতুনভাবে পথ চলা। শীতকাল আসলেই বাংলার মানুষ যে উৎসবগুলোর জন্য অপেক্ষা করে তার মধ্যে অন্যতম সরস্বতী পুজো (Saraswati Puja 2022)। শিক্ষার্থীরা বাগদেবীর আরাধনায় মেতে ওঠে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে-বাড়িতে, পাড়ার ক্লাব থেকে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর আয়োজন হয়। তাই নতুন বছর পড়লেই কবে সরস্বতী পুজো হবে, তা জানার আগ্রহ থাকে সকলেরই। তাহলে জেনে নেওয়া যাত নতুন বছরে কবে পড়ছে সরস্বতী পুজোর শুভ তিথি (Saraswati Puja 2022 Date & Timing)। কতক্ষণই বা থাকবে শুভক্ষণ।
আরও পড়ুন - Healthy Skin Tips: বয়স যাই হোক, ত্বকের বয়স বাড়বে না যা করলে
পঞ্জিকা মতে জানা যাচ্ছে, ২০২২-এ সরস্বতী পুজোর দিন পড়ছে আগামী ৫ ফেব্রুয়ারিতে। জানা গিয়েছে, ৫ ফেব্রুয়ারি ২০২২ রাত ৩.৪৭ মিনিটে শুরু হচ্ছে পুজোর শুভক্ষণ। আর তা থাকবে ৬ ফেব্রুয়ারি ২০২২ রাত ৩.৪৬ পর্যন্ত।
সরস্বতী পুজো বহু জায়গায় বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু শাস্ত্র অনুযায়ী বসন্ত কালের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে এই পুজো হয়। এদিন বেশিরভাগ পূণ্যার্থীকে হলুদ রঙের পোশাকে সেজে উঠতে দেখা যায়। এছাড়াও এই শুভ দিনে বিভিন্ন শুভ কাজও হয়। এদিন নানা জায়গায় বাচ্চাদের হাতেখড়িরও আয়োজন করা হয়। মা সরস্বতীর আশির্বাদ নিয়ে যাতে পড়াশোনা শুরু করতে পারে তারা।