Ghee Water: খালি পেটে ঘি মেশানো ঈষদুষ্ণ জল, সারাবছর এই পানীয় কী কী উপকার করবে স্বাস্থ্যের?
Ghee Water in Empty Stomach: হাল্কা গরম জলে ঘি মিশিয়ে সকাল বেলায় খালি পেটে খেতে পারলে আমাদের ওজন থাকবে নিয়ন্ত্রণে, কারণ এই পানীয় শরীরের মেটাবলিজম রেট বাড়ায়। ফলে ওজন কমে।
Ghee Water: শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য, বিশেষ করে ওজন কমানোর জন্য এবং বদহজম, অ্যাসিডিটির সমস্যা দূর করতে সকাল বেলায় খালি পেটে আমরা কত কিছুই খেয়ে থাকি। বিভিন্ন ধরনের বীজ কিংবা মশলা ভেজানো জল, এই তালিকায় একদম প্রথম সারিতে রয়েছে। সকাল বেলায় খালি পেটে খাওয়ার তালিকায় আপনি একটি বিশেষ পানীয় রাখতে পারেন। শীতের মরশুমে খেতে পারলে আরও ভাল। ঈষদুষ্ণ জলে (Lukewarm Water) সামান্য ঘি (Ghee Water) মিশিয়ে যদি সকাল বেলায় খালি পেটে (Ghee Water in Empty Stomach) খেয়ে নেওয়া যায়, তাহলে অনেক উপকার পাবেন আপনি। এই একটি পানীয় আপনার শরীর-স্বাস্থ্যের একাধিক সমস্যার সমাধান করবে। ঘি মেশানো হাল্কা গরম জল সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস কোন কোন শারীরিক সমস্যার মুশকিল আসান, জেনে নেওয়া যাক।
- ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভাল। রোজই খেতে পারেন ঘি। তবে খুব স্বল্প পরিমাণে। বেশি খেলে বাড়বে বিপদ। রোজ সকালে হাল্কা গরম জলে সামান্য ঘি মিশিয়ে খেতে পারলে পাবেন অনেক উপকার। ঈষদুষ্ণ জলে সামান্য ঘি মিশিয়ে রোজ সকালে খেতে পারলে আপনার হজমশক্তি আরও ভাল হবে। খাবার ভালভাবে হজম হবে। আর খাবার ভালভাবে হজম হলে গ্যাস, অ্যাসিডিটি, পেটের সমস্যা এগুলি থেকে দূরে থাকবেন আপনি। কিছু খেলেই পেট ফেঁপে যাওয়ার সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্য দেখা দেবে না।
- রোজ সকালে হাল্কা গরম জলে অল্প একটু ঘি মিশিয়ে খেতে পারলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ইমিউনিটি বাড়লে আপনি সহজে অসুস্থ হবেন না। সংক্রমণ থেকে দূরে থাকবেন। ঘনঘন অসুস্থ হওয়ার সমস্যা কমবে। শীতকালে তাই এই পানীয় খেয়ে দেখুন। সর্দি, হাঁচি-কাসজি, জ্বর এইসব জ্বালা-যন্ত্রণা আপনাকে ছুঁতেও পারবে না।
- ঘি খেলে ভাল থাকবে অন্ত্রের স্বাস্থ্য। আর অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকলে খাবার সহজে হজম হবে। পেটের সমস্যা দেখা দেবে না। অন্যদিকে গরম জলে ঘি মিশিয়ে খেলে তা বডি ডিটক্সিফিকেশনেরও কাজ করে। শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ বের করে আনবে ঈষদুষ্ণ গরম জলে সামান্য ঘি মেশানো এই পানীয়।
- ওজন কমাতেও সাহায্য করবে এই পানীয়। কারণ ঘি আমাদের শরীরে মেটাবলিজম রেট বৃদ্ধি করে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। এর পাশাপাশি হাড়ের গঠন মজবুত করবে ঘি মেশানো গরম জল। এছাড়াও এই পানীয় বজায় রাখবে ত্বকের জেল্লা।
আরও পড়ুন- কমলালেবু-আদা-কাঁচা হলুদ, শীতে রোজ একসঙ্গে খেলে বাড়বে 'ইমিউনিটি', কীভাবে খাওয়া স্বাস্থ্যকর?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )