Raw Vegetables in Salad: স্যালাডে কাঁচা সবজি খাওয়া কতটা ক্ষতিকর? আর কী কী সেদ্ধ করে খাওয়াই ভাল
Health Tips: স্যালাড খেতে গিয়ে অনেকেই একটা ভুল করে ফেলেন। সেটা হল, স্যালাদে কাঁচা শাকসবজি খেয়ে ফেলা। এর ফলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে শরীরে।

Raw Vegetables in Salad: ওজন কমাতে অনেকেই দিনের একটা মিল হিসেবে স্যালাড খেয়ে থাকেন। কেউ ফল দিয়ে ফ্রুট স্যালাড খান। কেউ বা স্যালাডে দেন শাকসবজি। মুরগির মাংস এবং ডিমের ব্যবহারও হয়ে থাকে স্যালাড। নিরামিষভোজীরা আবার প্রোটিন সমৃদ্ধ স্যালাড খাওয়ার জন্য পনির, তোফু, সয়াবিন - এগুলিও ব্যবহার করে থাকেন। তবে স্যালাড খেতে গিয়ে অনেকেই একটা ভুল করে ফেলেন। সেটা হল, স্যালাদে কাঁচা শাকসবজি খেয়ে ফেলা। এর ফলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে শরীরে। বড়সড় রোগও হতে পারে। স্বাস্থ্যের অবনতি হওয়া থেকে রুখতে স্যালাদে কাঁচা উপকরণ খাওয়া বন্ধ করতে পারলেই ভাল। লাঞ্চ কিংবা ডিনার অথবা সন্ধের খাবার, স্যালাড যখনই খান না কেন, খেয়াল রাখবেন একদম যেন পেট খালি না থাকে। তাহলে পেটে ব্যথা হতে পারে। হাল্কা পেট ভরা থাকলে তারপর স্যালাড খেলে অনেকক্ষণ আর খিদে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।
এবার দেখে নেওয়া যাক স্যালাডে কাঁচা সবজি কিংবা কাঁচা কোনও উপাদান খেয়ে ফেললে শরীর-স্বাস্থ্যে কী কী সমস্যা দেখা দিতে পারে
- স্যালাডে কাঁচা সবজি খেলে পেটের সমস্যা হতে পারে মারাত্মক ভাবে। কাঁচা সবজি খেলে বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে। তাই স্যালাডে কী খাচ্ছেন সেই ব্যাপারে সতর্ক থাকুন।
- সবজিতে যেহেতু ফাইবারের পরিমাণ বেশি, তাই কাঁচা অবস্থায় খেলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। পেটের সমস্যায় যাঁরা এমনিতেই ভোগেন, তাঁরা স্যালাডে কাঁচা সবজি খাওয়া থেকে বিরত থাকুন।
- মাটির তলার কোনও সবজি স্যালাডে কাঁচা খাওয়া উচিৎ নয়। সেদ্ধ করে খেতে পারলে সবচেয়ে ভাল স্বাস্থ্যের পক্ষে। স্যালাডে শসা, পেঁয়াজ কাঁচা খেলেও গাজর কাঁচা না খাওয়াই ভাল। হাল্কা সেদ্ধ করে নিতে পারলে উপকার পাবেন।
- শাকপাতা জাতীয় কোনও জিনিস স্যালাডে কাঁচা খাওয়া উচিৎ নয়। শাকপাতা কাঁচা খেলে পেটে ইনফেকশন হতে বাধ্য। অনেকে স্যালাডে বাঁধাকপি দিয়ে থাকেন। বেগুনি রঙের বাঁধাকপির ব্যাবহারও দেখা যায় স্যালাডে। অবশ্যই সেদ্ধ করে খাওয়া উচিৎ এটি।
- স্যালাডে ছোলা, মটর ব্যবহার করলে সেদ্ধ করে তারপর খান। নাহলে পেটের সমস্যা বাড়তে পারে। পেটে বিশেষ করে তলপেটে তীব্র ব্যথা অনুভব করতে পারেন। অতএব সাবধানে থাকুন।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















