Potato Eating Side Effects: আলুভাজা দারুণ পছন্দের, রোজই রাখেন মেনুতে, জানেন প্রতিদিন আলু খেলে কী কী সমস্যা দেখা দেবে শরীর-স্বাস্থ্যে?
Potato: আলুর মধ্যে কার্বোহাইড্রেট এবং ক্যালোরির পরিমাণ অত্যন্ত বেশি। তাই রোজ যদি প্রচুর পরিমাণে আলু খান, তাহলে অতি অবশ্যই আপনার ওজন বৃদ্ধি পাবে।

Potato Eating Side Effects: বাঙালি বাড়িতে প্রায় রোজই আলু (Potato) খাওয়ার চল রয়েছে। আলু ভাজা, আলুর দম, তরকারিতে আলু, মাংসের ঝোলে আলু, মাছ কিংবা ডিমেও আলু - বাঙালির প্রায় সব রান্নাতেই রয়েছে আলু দেওয়ার চল। আর আলু খেতে (Potato Eating Side Effects) অনেকেই বেশ পছন্দ করেন। জলখাবারে লুচি, আলুভাজা, লাঞ্চ কিংবা ডিনারের পদে আলু, এমনকি সেদ্ধ ভাত খেলেও ঘি কিংবা মাখন সহযোগে আলু সেদ্ধ খেতেই বেশ পছন্দ করে আম-আদমি। কিন্তু রোজ এত পরিমাণ আলু খেলে কিন্তু শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন অনেকটা পরিমাণে আলু খেলে শরীর-স্বাস্থ্যে কী কী সমস্যা হতে পারে, দেখে নিন।
- ব্লাড সুগারের মাত্রা আচমকা বাড়িয়ে দিতে পারে আলু। কারণ এই সবজিতে রয়েছে হাই গ্লাইসেমিক ইনডেক্স। অতএব যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁরা তো আলু খাওয়া এড়িয়ে চলবেনই। যাঁদের সুগার নেই, তাঁরাও আলু খাওয়ার পরিমাণ কমান। নাহলে ডায়াবেটিস হতে পারে আপনার। যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁরা রোজ অনেকটা আলু খেলে কিন্তু একধাক্কায় আপনার ব্লাড সুগার অনেকটা হাই হয়ে যেতে পারে বা বেড়ে যেতে পারে।
- আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। অতএব রোজ অনেকটা পরিমাণে আলু খেলে বদহজম, গ্যাস, পেট ফেঁপে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বাড়তে পারে প্রচুর পরিমাণে আলু প্রতিদিন খেলে। সবার এই সমস্যা না হলেও, অনেকের শরীরে এই অসুবিধা দেখা দিতে পারে। তাই আলু খাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন।
- রোজ প্রচুর আলু খেলে, আপনার শরীরে অন্যান্য নিউট্রিয়েন্টস স্বাভাবিকের তুলনায় কিছুটা কম পরিমাণে ঢুকতে পারে বা শোষিত হতে পারে। এর ফলে আপনার শরীরে প্রয়োজনীয় অনেক নিউট্রিয়েন্টসের ঘাটতি হতে পারে। তাই সার্বিক ভাবে সুস্থ থাকতে আলু খাওয়ার পরিমাণ কমাতে হবে।
- আলুর মধ্যে কার্বোহাইড্রেট এবং ক্যালোরির পরিমাণ অত্যন্ত বেশি। তাই রোজ যদি প্রচুর পরিমাণে আলু খান, তাহলে অতি অবশ্যই আপনার ওজন বৃদ্ধি পাবে। অতএব ওজন কমাতে চাইলে আলু খাওয়ায় আগেই রাশ টানা জরুরি।
- অনেকেই রোজ আলুভাজা খান। কিংবা আলু দিয়ে তৈরি অন্যান্য অনেক পদই খেয়ে থাকেন। বাড়িতে আলুর চিপসও তৈরি করেন অনেকে। এইসব আলুর পর রোজ খেলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়বে। অতএব রোজ আলু খাওয়ার অভ্যাস ত্যাগ করা উচিৎ। নাহলে বাড়বে সমস্যা।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















