Kidney Health: কিডনির স্বাস্থ্য ভাল রাখতে চাইলে প্রতিদিন সকালে উঠে কিছু কাজ করা দরকার, সেগুলো কী কী? জেনে নিন বিশদে
Health Tips: কিডনির স্বাস্থ্য ভাল রাখতে চাইলে দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। কিডনি যাতে বিকল না হয়, সঠিক ভাবে কাজ করে, তার জন্য প্রতিদিন সকালে কয়েকটা কাজ করা প্রয়োজন।

Kidney Health: কিডনির স্বাস্থ্য ভাল রাখতে চাইলে, কিডনির সমস্যা এড়াতে চাইলে শুধু খাওয়া-দাওয়ার অভ্যাসে নজর দিলে চলবে না। নিয়মিত কয়েকটি কাজ নিষ্ঠা ভরে পালন করতে হবে। তবেই আপনার কিডনিতে স্টোন হবে না। কিডনি ভালভাবে কাজ করবে। তার ফলে শরীরে জমে থাকা যাবতীয় টক্সিন দূর হবে। শরীর ডিটক্সিফায়েড হলে ভিতর থেকেই আপনার শরীর-স্বাস্থ্য পরিশ্রুত থাকবে। অতএব কিডনির স্বাস্থ্য ভাল রাখতে চাইলে প্রতিদিন সকালে উঠে কোন কোন কাজ করা জরুরি, দেখে নিন একনজরে।
কিডনির স্বাস্থ্য ভাল রাখতে চাইলে দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। কিডনি যাতে বিকল না হয়, সঠিক ভাবে কাজ করে, তার জন্য প্রতিদিন সকালে কয়েকটা কাজ করা প্রয়োজন। কিডনির স্বাস্থ্য ভাল রাখতে চাইলে প্রতিদিন সকালে কী কী কাজ করা উচিৎ? জেনে নিন বিশদে।
- সকালবেলায় ঘুম থেকে উঠে হাল্কা গরম জল খেতে পারেন। শরীরে জমা ক্ষতিকর টক্সিন সহজে দূর করে এই পানীয়। হাল্কা গরম জলই খেতে হবে। জল বেশি গরম করে খাবেন না।
- সকালের প্রথম চা হিসেবে ভরসা রাখুন ভেষজ চায়ের উপর। খালি পেটে ভেষজ চা খেলে কিডনির স্বাস্থ্য ভাল থাকবে। তাই বলে সারাদিনে প্রচুর ভেষজ চা খাবেন না। তাতে শরীরে সমস্যা বাড়বে।
- সকালে উঠে প্রথমে দুধ চা কিংবা কফি না খাওয়াই ভাল। খালি পেটে খেলে কিডোনিতে সমস্যা হতে পারে। সারাদিনেও চা-কফি কম খেলেই ভাল।
- নিয়মিত শরীর চর্চা করা জরুরি। তাহলেই ভাল থাকবে কিডনির স্বাস্থ্য। যেভাবেই হোক শরীর চর্চা নিয়মিত ভাবে করা জরুরি। জিম, যোগাসন, হাঁটাচলা, দৌড়ানো, জগিং, ফ্রি-হ্যান্ড একসারসাইজ- যাই করুন না কেন, রোজ শরীরচর্চা করতেই হবে।
- কাঁচা নুন খাওয়ার প্রবণতা কমাতে হবে। কাঁচা নুন যত কম খাবেন আপনার শরীর-স্বাস্থ্য ততই ভাল থাকবে। কিডনির স্বাস্থ্য ভাল থাকবে। নুন বেশি খেলে শরীরে ফ্লুইড জমে যায়। শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে।
- কিডনির স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইলে নিয়মিত ব্লাড সুগার পরিমাপ করে দেখতে হবে তা নিয়ন্ত্রণে রয়েছে কিনা। সুগার বাড়লে সরাসরি প্রভাব পড়ে কিডনিতে। তাই ডায়াবেটিসের রোগীরা সতর্ক থাকুন।
- ব্রেকফাস্টে তাজা ফল খেতে পারলে ভাল। শরীর থেকে দূর হবে দূষিত পদার্থ। তার ফলে ভাল থাকবে কিডনি। তবে খুব মিষ্টি ফল সকাল সকাল না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভাল। একধাক্কায় বাল্ড সুগারের মাত্রা অনেকটা বেড়ে যেতে পারে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
