Coronavirus Home Testing : করোনা আক্রান্ত কিনা জানতে বাড়িতেই পরীক্ষা করুন সহজ পদ্ধতিতে
ইতিমধ্যেই সরকার অনুমোদিত বেশ কিছু সংস্থা বাড়িতেই করোনা পরীক্ষার কিছু টেস্ট কিট নিয়ে এসেছে। যার মাধ্যমে আপনি বাড়িতে নিজেই পরীক্ষা করে দেখে নিতে পারবেন যে আপনি করোনায় আক্রান্ত কিনা।
কলকাতা: করোনার (Coronavirus) সংক্রমণের হার ফের বৃদ্ধি পেয়েছে অত্যধিক মাত্রায়। দ্বিতীয় ঢেউ যেতে না যেতেই এতে গিয়েছে তৃতীয় ঢেউ। আর করোনার (Covid19) তৃতীয় তরঙ্গে সংক্রমিত বিশ্ব তথা দেশের বহু মানুষ। বহু তারকার করোনার রিপোর্ট পজেটিভ আসার পর তাঁরা জানাচ্ছেন যে, তাঁদের হয় একেবারেই কোনও উপসর্গ দেখা দেয়নি। আর নাহলে খুব সামান্যই উপসর্গ দেখা দিয়েছে। তার উপর শীতকালের সাধারণ জ্বর-সর্দি-কাশির সমস্যাও রয়েছে। ফলে, সব মিলিয়ে বহু সাধারণ মানুষের বুঝতে সমস্যা হচ্ছে যে, তাঁরা করোনায় আক্রান্ত নাকি নন। তাই ইতিমধ্যেই সরকার অনুমোদিত বেশ কিছু সংস্থা বাড়িতেই করোনা পরীক্ষার কিছু টেস্ট কিট নিয়ে এসেছে। যার মাধ্যমে আপনি বাড়িতে নিজেই পরীক্ষা করে দেখে নিতে পারবেন যে আপনি করোনায় আক্রান্ত কিনা। যাতে যদি রিপোর্ট পজেটিভ আসে, তাহলে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করতে পারবেন।
আরও পড়ুন - Omicron Symptoms: ত্বক, নখ কিংবা ঠোঁটে এই লক্ষণগুলি দেখা দিয়েছে? ওমিক্রনে আক্রান্ত হননি তো?
ইতিমধ্যেই অন্তত সাতটি ব্র্যান্ডের করোনা পরীক্ষার কিট ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অনুমোদন পেয়েছে। যার মাধ্যমে ন্যাজাল সোয়াব দিয়ে বাড়িতেই করোনা পরীক্ষা করিয়ে নেওয়া সম্ভব।
যে যে টেস্ট কিটের মাধ্যমে করোনা পরীক্ষা করাতে পারবেন-
Mylab Discovery’s Coviself (Pathocatch) COVID-19 OTC Antigen LF device,
Abbott Rapid’s Panbio COVID-19 Antigen rapid test device,
Meril Diagnostics’ CoviFind COVID-19 Rapid Antigen self test,
Angstrom Biotech’s Angtech COVID-19 home test kit,
Healgen Scientific Limited’s CliniTest COVID-19 Antigen self test,
SD Biosensor Healthcare’s ULTRA Covi-Catch SARS-CoV-2 home test and
Nulife Care’s AbCheck Rapid Antigen self test.
এই সমস্ত টেস্ট কিট দিয়ে সহজেই বাড়িতে করোনা পরীক্ষা করাতে পারবেন। রিপোর্ট পজেটিভ আসলে টেস্ট কিট জানান দেবে। আর যদি রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে আরটিপিসিআর টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ আইসিএমআর-এর। অনলাইনে এই সমস্ত টেস্ট কিট কিনতে পাওয়া যাচ্ছে।
কীভাবে Meril Diagnostics’ CoviFind Rapid Antigen Self টেস্ট কিটের মাধ্যমে করোনা পরীক্ষা করবেন-
১. এই টেস্ট কিট ব্যবহার করার আগে ব্যবহারকারীকে অবশ্যই COVIFIND অ্যাপ ডাউনলোড করা প্রয়োজন।
২. স্যাম্পেল দেওয়ার পর নাম, জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নম্বর এবং আর যা যা প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হবে, সমস্ত দিতে হবে।
৩. প্রথমে বাফার টিউবটিকে বের করে বাক্সের মধ্যেই রাখুন।
৪. এবার টেস্ট ডিভাইসটিকে একটি সমান জায়গায় রেখে মোবাইলে আগে থেকে ডাউনলোড করে রাখা অ্যাপের মাধ্যমে কোড স্ক্যান করুন।
৫. এবার বাক্স থেকে ন্যাজাল সোয়াব নেওয়ার প্রয়োজনীয় জিনিসটি বের করুন।
৬. নাকের ভিতর অন্তত ৫ বার সেটিকে ঘোরান যাতে সেটি সম্পূর্ণভাবে ভিজে যায়।
৭. এবার সোয়াব দেওয়া কাঠিটি বাফার টিউবে রাখুন। ৮ থেকে ১০বার কাঠিটিকে বাফার টিউবে ঘোরান।
৮. এবার বাফার টিউব থেকে চার ফোঁটা তরল টেস্ট ডিভাইসে দিন।
৯. এবার অ্যাপটি খুলুন এবং ১৫ মিনিটের টাইমার চালু করুন।
১০. ১৫ মিনিট পর রিপোর্ট পেয়ে যাবেন।
যেকোনও টেস্ট কিট ব্যবহার করার আগে ম্যানুয়ালটি অবশ্যই পরে নেবেন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )