Coronavirus : শরীরের এই জায়গাগুলি যন্ত্রণা করছে? এবার কোভিড এভাবেই জানান দিচ্ছে
পেশীর ব্যথাও ভোগায় করোনভাইরাসে আক্রান্ত হলে। এটিও একটি সাধারণ লক্ষণ।
![Coronavirus : শরীরের এই জায়গাগুলি যন্ত্রণা করছে? এবার কোভিড এভাবেই জানান দিচ্ছে Coronavirus symptoms: Pain in these body part could be an early sign of COVID Coronavirus : শরীরের এই জায়গাগুলি যন্ত্রণা করছে? এবার কোভিড এভাবেই জানান দিচ্ছে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/28/d778546d83e1bee92f1e28a4c23a0202_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : পরিসংখ্যান দেখে, চিকিৎসকদের বড় একটা অংশ মনে করছেন, করোনার চতুর্থ ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আর পরীক্ষা নীরীক্ষা করে পাওয়া গিয়েছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের নয়া প্রজাতিও। তবে এখনও পর্যন্ত করোনার ধাক্কাচা ভয়াবহ হয়নি। মৃদু উপসর্গের মধ্যে দিয়েই করোনার এই তরঙ্গ পার করার আশায় চিকিৎসক মহল। তবে এবার জ্বর-জারির পাশাপাশি দেখা দিচ্ছে, অন্য কয়েক ধরনের উপসর্গও । যেমন -
মাথাব্যথা :
মাথাব্যথাও করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি। এবার কোভিড আক্রান্তদের খুব বেশি মাথা যন্ত্রণা হতে দেখা গিয়েছে। লক্ষণগুলি সময়মতো বুঝে পরীক্ষা করানো প্রয়োজন। নইলে সংক্রমণ বাড়ে। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা হলে যে কোনও রকম বাড়াবাড়ি এড়ানো যায়।
পেশীর ব্যথা:
মাথা এবং পেশীর ব্যথাও COVID-19-এর লক্ষণ হতে পারে। আপনি কীভাবে বুঝবেন যে এই ব্যথা কোভিডের লক্ষণ কি না। ZOE COVID স্টাডি অ্যাপ পরামর্শ দেয়, মাথাব্যথা অনেকেই খুব সাধারণ বিষয় বলে এড়িয়ে যায়। কিন্তু এটি হতে পারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রথম দিকের লক্ষণ। শুরুতেই বাড়াবাড়ি হয় মাথাব্যথা । COVID-19 এর দরুণ মাথাব্যথা হলে তা সাধারণত তিন থেকে পাঁচ দিন স্থায়ী হয়। করোনাভাইরাসের জন্য মাথাব্যথা মাঝারি থেকে গুরুতর হতে থাকে।
পেশীর ব্যথাও ভোগায় করোনভাইরাসে আক্রান্ত হলে। এটিও একটি সাধারণ লক্ষণ। বিশেষত ওমিক্রনে আক্রান্ত হলে তো পেশীর ব্যথা হবেই। বিশেষ করে তাদের কাঁধ বা পায়ে ব্যথা বাড়ে। পেশীর ব্যথায় বেশি করে জল খাওয়া কাজে দেয়। সঙ্গে ব্যথা কমানোর স্প্রে। তবে COVID-19 এর প্রাথমিক লক্ষণ হিসেবে পেশীর ব্যথা হলে , তা সহজে কমে না।
কোভিড-সম্পর্কিত পেশীর ব্যথায় খুব দুর্বল লাগতে পারে। চরম ক্লান্তি আসতে পারে। দৈনন্দিন কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে এই যন্ত্রণা। পেশী ব্যথা সাধারণত দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে। কাউকে কাউকে আবার দীর্ঘসময় ভোগাতে পারে ব্যথা। বয়স্ক মানুষের ক্ষেত্রে মাথাব্যথার মতো, এই পেশীর ব্যথাও দীর্ঘকাল ভোগাতে পারে।
তবে পেশী ব্যথা অন্যান্য হয় বলেই, কোভিড-আক্রান্ত মনে করার দরকার নেই। দরকার পরীক্ষা। তা না করে ভীত হয়ে লাভ নেই।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)