India Coronavirus Update : দেশে দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা
Omicron tally mounts : ভারতে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১।
নয়াদিল্লি : দেশে করোনায় ( Coronavirus ) দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (MInistry of Health and Family Welfare ) মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৪ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৩৫০।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫২ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২০২।
- দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার ৮৮৮ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৩ হাজার ৬৪৪।
ভারতে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। মহারাষ্ট্রে দুজন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। গুজরাতের সুরাতেও দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজন ওমিক্রন পজিটিভ। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১।
অন্যদিকে রাজ্যে
সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতর (Department of Health & Family Welfare) প্রকাশিত বুলেটিন (Health Bulletin) এমনটাই বলছে। আগের ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,২৩,৬০৯ জন। সোমবারের বুলেটিন অনুযায়ী সেদিন রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৭,৫১৭ জন। এই সময় পর্বে রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত (Covid-19) হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে শুরু থেকে এখনও অবধি রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১৯,৬১০।
আরও পড়ুন :
স্বস্তি নেই ! ছড়াচ্ছে ওমিক্রন, দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )