Corona Cases Projections: ফেব্রুয়ারিতে ভারতে রোজ করোনা আক্রান্ত হতে পারেন ১০ লক্ষ জন!
Corona Update: ভারতে গত কয়েকদিন ধরেই করোনা, ওমিক্রন আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। দেশজুড়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এরই মধ্যে পরিসংখ্যানবিদরা যে পূর্বাভাস দিয়েছেন, তাতে করোনা নিয়ে আতঙ্ক বাড়ল।
কলকাতা: একমাসের মধ্যেই ভারতে প্রতিদিন করোনা আক্রান্ত হতে পারেন ৩ থেকে ১০ লক্ষ মানুষ। এমনই ভয়াবহ পূর্বাভাস দিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের গবেষকরা। তাঁরা পরিসংখ্যান তুলে ধরে এই পূর্বাভাস দিয়েছেন।
ভারতে গত কয়েকদিন ধরেই করোনাভাইরাস এবং করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮,০৯৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। দেশে এখনও পর্যন্ত অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২,১৪,০০৪। দেশে এখন ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২,১৩৫।
বিশেষজ্ঞদের মতে, চলতি মাসের শেষদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করবে। ফেব্রুয়ারির শেষদিক পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে। তারপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। পরিসংখ্যানবিদরা জানিয়েছেন, ভারতে প্রতিদিন তিন লক্ষ, তারপর ৬ লক্ষ এবং শেষে ১০ লক্ষ করে ব্যক্তি করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিসংখ্যানবিদরা আরও জানিয়েছেন, ফেব্রুয়ারির শুরুতে কেরল ও তামিলনাড়ুতে প্রতিদিন এক লক্ষ এবং ৮০ হাজার করে ব্যক্তি করোনা আক্রান্ত হতে পারেন। এ মাসের শেষদিকে দিল্লিতে রোজ ৭০ হাজার জন করে করোনা আক্রান্ত হতে পারেন। ফেব্রুয়ারিতে দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।
এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বুধবার একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ হাজার ৩৭৯। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ২০ হাজার ৭১৮ জন বেড়ে। বুধবার একদিনে মোট ৫৮ হাজার ৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক মৃত্যুর নিরিখেও বাড়ছে উদ্বেগ। মঙ্গলবার ভারতে একদিনে ১২৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল। বুধবার এক লাফে তা প্রায় ৪ গুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩৪-এ।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )