এক্সপ্লোর
Waking Up with Sweats: মাঝরাতে ঘুম ভেঙে ঘেমেনেয়ে একসা? কারণ হতে পারে গুরুতর
Health Tips: বহু মানুষেরই এমন অভিজ্ঞতা হয়। কেন, কী কারণ, সমাধানই বা কী, জানুন। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/11

মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। বুঝতে পারি ঘেমেনেয়ে একসা। অনেকেরই এমন অভিজ্ঞতা হয়।
2/11

মাঝরাতে এমন হওয়ার নেপথ্যে কিছু কারণ রয়েছে, কিছু শারীরিক, কিছু পরিবেশগত।
3/11

গরমে ঘেমেনেয়ে একসা অবস্থা হতে পারে। আবার শীতে ভারী কিছু গায়ে চাপালেও এমন হয়। শরীর অতিরিক্ত গরম হয়ে যায়।
4/11

পাশাপাশি, সিন্থেটিক, পলিয়েস্টার বা নাইলনের পোশাক পরে ঘুমালেও এমন হতে পারে। চেষ্টা করুন সুতির কাপড় পরার।
5/11

হরমোনের পরিবর্তন ঘটলেও মাঝরাতে ঘেমেনেয়ে একসা হতে পারেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেনের মাত্রা কমে গেলে, এমন হয়।
6/11

হাইপারথাইরয়েডিজম থাকলে সমস্যায় পড়তে হয়। শরীরে ঘাম বাড়ে। অতিরিক্ত ঘামের ফলেও ঘুম ভেঙে যায় রাতে।
7/11

ভাইরাল সংক্রমণ, ফ্লু থেকেও এমন হতে পারে। এক্ষেত্রে ওঠাপড়া করে শরীরের তাপমাত্রা।
8/11

মানসিক চাপ, দুশ্চিন্তা থেকেও এমন হতে পারে। অ্যাড্রিনালিন হরমোের নিঃসরণ বাড়ে। তাতেই ঘাম হয়।
9/11

কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও মাধরাতে ঘামতে পারেন। অ্যান্ডিডিপ্রেসেন্টস, ডায়বিটিস, স্টেরয়েডের ক্ষেত্রে হতে পারে।
10/11

অনেকে স্লিপ অ্যাপনিয়ায় ভোগেন। সেক্ষেত্রে শ্বাসনালি বন্ধ হয়ে ঘমে ব্যাঘাত ঘটে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে ঘাম হয়।
11/11

মদ্যপানের অভ্যেস থাকলে, মশলাদার খাবার খেলেও এই সমস্যা হতে পারে। কিন্তু প্রায়শই হতে থাকলে বুঝতে হবে গুরুতর কারণ রয়েছে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 15 Feb 2025 08:11 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
