Viral Fever Vs Dengue : ডেঙ্গি ও অন্যান্য ভাইরাল জ্বরের মধ্যে ফারাক কোথায়? কীভাবে আলাদা করবেন ?
Monsoon Health: বর্ষা কাল মানেই নানারকম অসুখ-বিসুখের রমরমা। শুধু তো ডেঙ্গি নয়, নানা কারণে জ্বরে পড়ছেন অনেকেই। যেমন - ম্যালেরিয়া, ভাইরাল ফিভার, স্ক্রাব টাইফাস, ইত্যাদি।
![Viral Fever Vs Dengue : ডেঙ্গি ও অন্যান্য ভাইরাল জ্বরের মধ্যে ফারাক কোথায়? কীভাবে আলাদা করবেন ? Know the difference between other viral fever and dengue dr Prabhas Prasun Giri clarifies Viral Fever Vs Dengue : ডেঙ্গি ও অন্যান্য ভাইরাল জ্বরের মধ্যে ফারাক কোথায়? কীভাবে আলাদা করবেন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/11/6cb2b92b6f0448ddf92c66785d40d59f169442644373353_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
থাবা চওড়া হচ্ছে ডেঙ্গির। (Dengue) সেই সঙ্গে ঘরে ঘরে হানা দিচ্ছে অন্যান্য ভাইরাল ফিভারও। (Viral Fever) দেখা যাচ্ছে, একই পরিবারের একাধিক মানুষ ভাইরাল ফিভারে আক্রান্ত। বর্ষা কাল মানেই নানারকম অসুখ-বিসুখের রমরমা। শুধু তো ডেঙ্গি নয়, নানা কারণে জ্বরে পড়ছেন অনেকেই। যেমন - ম্যালেরিয়া, ভাইরাল ফিভার, স্ক্রাব টাইফাস, ইত্যাদি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বুঝে উঠতেই পারছেন না, কোনটা ডেঙ্গির কারণে জ্বর আর কোনটা অন্য ভাইরাল ফিভার। চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি জানালেন, সাদা চোখে দেখে সত্যিই বোঝা কঠিন কোন জ্বরের কারণ কী। কারণ উপসর্গগুলি অনেকক্ষেত্রেই একইরকম। (health) তবে অকটা রক্তপরীক্ষাই বলে দিতে পারে জ্বরের কারণ। তবুও দেখা যাচ্ছে, এখন ঘরে ঘরে যে ভাইরাল ফিভার হচ্ছে, তাতে
- চোখ লাল হচ্ছে
- জ্বর আসছে
- সর্দি-কাশি হচ্ছে যথেষ্ট
কিন্তু সাধারণত ডেঙ্গি আক্রান্ত হলে সর্দি-কাশির প্রবণতা থাকে না। তবে যদি কারও ভাইরাল ফিভারও হল আবার ডেঙ্গি সংক্রমণও হল, সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গির জ্বরের সঙ্গে সঙ্গেও সর্দি কাশি থাকতে পারে। এখন দেখা যাক, ডেঙ্গির লক্ষণ গুলি কী কী । - ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা।
- ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া।
- কোনও কোনও ক্ষেত্রে গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি।
- অবস্থা খারাপের দিকে গেলে নাক, মুখ থেকে রক্তপাত
- এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করা।
এছাড়াও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জ্বর কমার পরও বাচ্চা যখন নেতিয়ে থাকছে ? টানা জ্বর ? তাপমাত্রা নামতেই চাইছে না ? জ্বরের সঙ্গে খিঁচুনি হচ্ছে? খেতে চাইছে না বাচ্চা ? শ্বাসকষ্ট হচ্ছে? হাত - পা ঠান্ডা হয়ে যাচ্ছে? বারবার বমি ? সঙ্গে পেটের ব্যথা? শরীরের কোনও জায়গা থেকে রক্তপাতও ঘটছে ? গায়ে চাকা চাকা রক্তের ছোপের মতো দাগ ? এই লক্ষণগুলি অবহেলা করা যাবে না। কারণ এগুলি ডেঙ্গির লক্ষণ । আর জ্বর ভাইরাল না ডেঙ্গি, তা বুঝতে ডাক্তারের সাহায্য নিন। নিজের উপর ভরসা করবেন না। কারণ যে কোনও অসুখই ভুল চিকিৎসায় বা বিনা চিকিৎসায় খারাপ ফল ডেকে আনে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)