কোভিড-১৯: কোন ব্লাড গ্রুপের সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে কম, কোনটার সবচেয়ে বেশি? জেনে নিন
ভাইরাসে কবলিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে একজন ব্যক্তির ব্লাড গ্রুপ গুরুত্বপূর্ণ...
নয়াদিল্লি: প্রতিদিনই নোভেল করোনাভাইরাস সম্পর্কে নতুন নতুন তথ্য় সামনে আসছে। মারণভাইরাসের চরিত্র ও বৈশিষ্ট্য কী, কেমন করে সংক্রমণের ছড়ায়, উপসর্গ কী কী...এই প্রশ্নের উত্তর জানতে বিভিন্ন দেশে বিভিন্ন গবেষণা চলছে।
সম্প্রতি, এক নতুন গবেষণায় ধরা পড়েছে যে, একটি বিশেষ গ্রুপের রক্তের বিরুদ্ধে এই ভাইরাস কম কার্যকর। অর্থাৎ, ওই ব্লাড গ্রুপের মানুষ তুলনামূলকভাবে কম আক্রান্ত হচ্ছেন।
গত এপ্রিল মাস থেকে এই মর্মে গবেষণা চলছে। '২৩অ্যান্ডমি' নামে জেনেটিক টেস্টিং সংস্থা বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে। গবেষণার মূল লক্ষ্য ছিল, সংক্রমণের তীব্রতা যাচাইয়ে মানুষের জিন কতটা ভূমিকা পালন করে।
ওই গবেষণার অন্তর্গত প্রায় সাড়ে ৭ লক্ষ মানুষের নমুনা সংগ্রহ করা হয়। সেখানে দেখা যায়, যে ব্লাড গ্রুপ এবিও জিন দ্বারা নির্ধারিত, সংক্রমণের মাত্রার ওপর তার একটা পৃথক প্রভাব পড়ে।
সংস্থার তরফে জানানো হয়, কোভিড-১৯ রোগের জেনেটিক গবেষণা চালাতে গিয়ে দেখা গিয়েছে, ভাইরাসে কবলিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে একজন ব্যক্তির ব্লাড গ্রুপ গুরুত্বপূর্ণ।
পরীক্ষায় ফলাফল অনুযায়ী, যাঁদের ব্লাড গ্রুপ 'O', তাঁরা এই ভাইরাসে সংক্রমিত হওয়া থেকে বেশি সুরক্ষিত। দেখা গিয়েছে, এই গ্রুপের ব্লাড হলে কোভিড-১৯ পজিটিভ হওয়ার সম্ভাবনা ৯-১৮ শতাংশ কমে যায়।
এর আগে, চিনে একটি একইরকম গবেষণা চালানো হয়েছিল। সেখানেও বলা হয়েছিল, 'O' ব্লাড গ্রুপের মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। অন্যদিকে, 'A' গ্রুপের ব্লাড যাঁদের, তাঁদের ক্ষেত্রে সম্ভাবনার হার সবচেয়ে বেশি।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )