Children Hospitalization Amid Omicron : ওমিক্রন-আতঙ্কের মধ্যেই মার্কিন মুলুকে হু হু করে বাড়ছে শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা
US Children Hospitalization : পেডিয়াট্রিক-কোভিড ওয়ার্ডে ভর্তি সংখ্যা ক্রমেই বাড়ছে । এই ঊর্ধ্বমুখী প্রবণতা খুবই চিন্তার বলে ধারণা সে দেশের স্বাস্থ্যমহলে
নয়াদিল্লি : ওমিক্রনের আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। বিভিন্ন দেশ বড়দিন ও বর্ষবরণের উৎসবে নানা বিধি আরোপ করেছে। কিছুটা ভয় ধরেছে মানুষের মনেও । এই পরিস্থিতিতে মার্কিন মুলুকে ভয় ধরাল আরেকটি ট্রেন্ডও।
Omicron -এর ঘটনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, নিউইয়র্কের স্বাস্থ্য আধিকারিকরা জানাচ্ছেন, শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছেয। রবিবার হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড -১৯ পরীক্ষার কম হচ্ছিল , কিন্তু সেই সমস্যার দ্রুত সমাধান করা হবে ।
নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ, শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, পেডিয়াট্রিক-কোভিড ওয়ার্ডে ভর্তি সংখ্যা ক্রমেই বাড়ছে । এই ঊর্ধ্বমুখী প্রবণতা খুবই চিন্তার বলে ধারণা সে দেশের স্বাস্থ্যমহলের। নিউইয়র্ক সিটিতে, এটি এই সপ্তাহে চোখে পড়ার মতো বৃদ্ধ পেয়েছে করোমা আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা। ৫ ডিসেম্বর থেকে হিসেব দেখলে, ১৮ বছরের কম বয়সী শিশুদের মধ্যে কোভিড -১৯ হাসপাতালে ভর্তি চারগুণ বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তির প্রায় অর্ধেক পাঁচ বছরের কম বয়সী শিশু। মুশকিলের কথা হল, এদের ভ্যাকসিন পাওয়ারও বয়স হয়নি। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড -১৯ কেসের সংখ্যা বাড়ছে, গত সাত দিনে গড়ে প্রতিদিন প্রায় ১৯0,000 নতুন সংক্রমণ হয়েছে। ১২ থেকে ১৭র মধ্যে বয়সী যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের বেশির ভাগেরই ভ্যাকসিন হয়নি। আর ৫ থেকে ১১ বছরের করোনা আক্রান্তদের তো ভ্যাকসিন হয়ইনি। ক্যালিফর্নিয়ার পাবলিক হেলথ ডিরেক্টর Dr. Tomás Aragón জানান, ওমিক্রন এতটাই সংক্রামক যে বেশি করে ভ্যাকসিন না পাওয়া ও প্রতিরোধক্ষমতাহীনদের উপর বেশি আক্রমণ করছে।
আরও পড়ুন :
অস্ট্রেলিয়ায় ওমিক্রন আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু বৃদ্ধের, কী ভাবছে দেশ
বড়দিনের আগে, হোয়াইট হাউস একটি বিবৃতি জারি করে। সংক্রামক রোগ বিষয়ের শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্থনি ফৌসি ( top infectious disease expert Anthony Fauci) বলেন, লোকেরা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারে। তবে কোভিড -১৯ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে টিকা নেওয়াই যথেষ্ট নয়। বড় সমাবেশে যাওয়া একেবারেই নিরাপদ হবে না, জানিয়েছে রয়টার্স । হোয়াইট-হাউসের তরফে বলা হয়েছে, " বড়দিনের কোনও কোনও জমায়েতে হয়ত ৩০, ৪০, ৫০ জন করে লোক থাকছেন। সেখানে একজন হয়ত অন্যের টিকা নেওয়া আছে কিনা , তাও জানে না। ওমিক্রনের আবহে এই সব বড় জমায়েত এড়িয়ে চলাই ভাল।" । সকলকে সতর্ক করেন ফৌসি। দক্ষিণ আফ্রিকা এবং স্কটল্যান্ডের গবেষণার উদ্ধৃত করে ফৌসি বলেন, প্রাথমিক ঘটনাগুলি ইঙ্গিত দিচ্ছে, ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে কম গুরুতর হতে পারে। তবে লোকেদের তাও সতর্ক থাকা উচিত।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )