Omicron Death : অস্ট্রেলিয়ায় ওমিক্রন আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু বৃদ্ধের, কী ভাবছে দেশ
Omicron Death : এই বৃদ্ধের মৃত্যু ফের একবার চিন্তায় ফেলল। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি আগের স্ট্রেনের তুলনায় আরও সংক্রামক কিন্তু কম মারাত্মক।
নয়াদিল্লি : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ওমিক্রন আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। সিডনির বাসিন্দা ৮০ বছরের ওউ রোগীর করোনার দুটি টিকা নেওয়া ছিল বলে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে। অন্যদিকে, করোনা আক্রান্ত অস্ট্রেলিয়া সফররত ইংল্যান্ড ক্রিকেট টিমের দুই সাপোর্ট স্টাফ। তাঁদের পরিবারের দুই সদস্যও আক্রান্ত, জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
লকডাউনের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিল অস্ট্রেলিয়া। কিন্তু এই বৃদ্ধের মৃত্যু ফের একবার চিন্তায় ফেলল। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি আগের স্ট্রেনের তুলনায় আরও সংক্রামক কিন্তু কম মারাত্মক। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। কিন্তু অস্ট্রেলিয়া সরকার এখনও বিদেশ থেকে কোয়ারেন্টাইন ছাড়াই ফিরে আসার অনুমতি দিয়ে রেখেছে। যা মহামারীটির সর্বোচ্চ সংখ্যায় নিয়ে গেছে। জানা গিয়েছে, এজ কেয়ার ফেসিলিটি-তে ছিলেন ওই বৃদ্ধ। সেখানেই ওমিক্রন হয় তাঁর।
ওমিক্রন নিয়ে আতঙ্ক চলছেই। ভারতেও বিভিন্ন রাজ্যে ছড়াচ্ছে করোনার নতুন এই স্ট্রেন। কতটা ভয়ঙ্কর ওমিক্রন? ডেল্টার মতোই কি হাসপাতালে হুড়োহুড়ি পড়বে ? ঠাঁই নিয়ে কাড়াকাড়ি শুরু হবে আইসিইউতে ? কেমন ট্রেন্ড দেখছেন ডাক্তাররা?
করোনার দ্বিতীয় ঢেউতে নাটাঝাপটা খেয়েছিল রাজধানী দিল্লি। অক্সিজেন নিয়ে হাহাকার, বেড পাওয়ার জন্য আর্তনাদ ... এ ছিল নিত্য ছবি। এবারও রাজধানীতে ভীষণ-হারে ছড়াচ্ছে ওমিক্রন। কিন্তু এরই মধ্যে আশার কথা শোনালেন দিল্লির ডাক্তার।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড, রেমডেসিভির বা ভেন্টিলেটর ব্যবহার না করেই সুস্থ হয়ে উঠেছেন। লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের এমডি ডাঃ সুরেশ কুমার ( Dr Suresh Kumar, MD, Lok Nayak Jai Prakash Narayan Hospital) সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছিন এ কথা।
আরও পড়ুন :
বুস্টার ডোজ পেতে কোমর্বিডিটি সার্টিফিকেট দেখাতে হবে ষাটোর্ধ্বদের
তিনি জানান, "সব রোগী সুস্থ হয়ে উঠছেন, একজনও রোগীর অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড, রেমডেসিভির বা ভেন্টিলেটরের প্রয়োজন নেই," সংবাদ সংস্থা এএনআই চিকিৎসককে উদ্ধৃত করে খবরটি প্রকাশ করেছে। "এখন পর্যন্ত ৫১ জন ওমিক্রন রোগী এলএনজেপি হাসপাতালে এসেছেন, যার মধ্যে 40 জন রোগী নিরাময় এবং ছেড়ে দেওয়া হয়েছে। ১১ জনের বর্তমানে এখানে চিকিত্সা করা হচ্ছে," তিনি আরও বলেন।
ওমিক্রন উদ্বেগের মাঝেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিতে আজ থেকে ফের নাইট কার্ফু জারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )