এক্সপ্লোর
Advertisement
মহিলা কর্মীদের জন্য ১০ দিন পর্যন্ত পিরিয়ড লিভ চালু করল জোম্যাটো
দীপিন্দর জানিয়েছেন, পিরিয়ড চলাকালীন অনেক মহিলাই শারীরিক অসুবিধার সম্মুখীন হন। সংস্থার মহিলারা যেন তেমন অসুবিধার মধ্যে কাজ করতে বাধ্য না হন, সেই জন্যই এই ছুটির ব্যবস্থা করা হয়েছে।
নয়াদিল্লি: পিরিয়ড লিভ চালু করল অনলাইনে খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটো। ওই সংস্থায় কর্মরত কোনও মহিলা কর্মী বছরে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত ওই ছুটি পেতে পারেন। সংস্থার তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ওই অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার তরফে জানানো হয়েছে, মহিলা কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।
Here's to making Zomato a little more inclusive every day. Thank you to all the women leaders at Zomato for driving this change. https://t.co/K2l9287QBj
— Deepinder Goyal (@deepigoyal) August 8, 2020
সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও দীপিন্দর গয়াল বলেছেন, "আমরা চাই, এই সংস্থায় সত্য, বিশ্বাস ও গ্রহণযোগ্যতার পরিবেশ গড়ে তুলতে। এক জন মহিলা কর্মী (রূপান্তরিতরাও) বছরে ১০ দিন পর্যন্ত পিরিয়ড লিভ নিতে পারবেন।" তিনি জানিয়েছেন, আগে পিরিয়ড (ঋতুচক্র)নিয়ে যে লজ্জা বা ছুৎমার্গ ছিল, এখন তা অনেকটা কেটে গিয়েছে। অভ্যন্তরীণ গ্রুপে বা ইমেল করে মহিলাকর্মীরা এই ছুটির জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন সংস্থার সিইও।
দীপিন্দর জানিয়েছেন, পিরিয়ড চলাকালীন অনেক মহিলাই শারীরিক অসুবিধার সম্মুখীন হন। সংস্থার মহিলারা যেন তেমন অসুবিধার মধ্যে কাজ করতে বাধ্য না হন, সেই জন্যই এই ছুটির ব্যবস্থা করা হয়েছে। তাঁর কথায়, "জোম্যাটোর কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে মহিলাদের পাশে দাঁড়ানোর এই সিদ্ধান্ত।"
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement