Healthy Hair Tips: একটি মাত্র ঘরোয়া উপাদানেই মিলবে ঘন, লম্বা এবং মজবুত চুল
এমন অনেক ঘরোয়া উপাদান আমাদের হাতের কাছে থাকে, যার জাদুতেই চুল হয়ে উঠতে পারে রেশমের মতো কোমল, ঘন, লম্বা এবং উজ্জ্বল।
কলকাতা : ঘন, লম্বা আর মজবুত চুল পেতে কে না চায়। কিন্তু সঠিক পরিচর্যার (Hair Care) অভাবে চুলের সৌন্দর্য ব্য়াহত হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, চুল হোক কিংবা ত্বক, সৌন্দর্যের পরিচর্যায় বাজার চলতি দ্রব্য ব্যবহার না করে ঘরো উপাদান ব্যবহার করতে। এমন অনেক ঘরোয়া উপাদান আমাদের হাতের কাছে থাকে, যার জাদুতেই চুল হয়ে উঠতে পারে রেশমের মতো কোমল, ঘন, লম্বা এবং উজ্জ্বল।
ত্বক হোক কিংবা চুল কিংবা স্বাস্থ্যের উপকারে নিমের উপকারিতা আমাদের কারও অজানা নয়। অনেকরকমের অসুখের হাত থেকেও প্রতিরোধ করতে সাহায্য করে নিম। চুল এবং ত্বক উভয়ের জন্যই দারুণ উপকারী এই নিম। নিমের তেলে রয়েছে এমন কিছু উপকারী উপাদান, যা চুলকে লম্বা, ঘন এবং মজবুত করতে সাহায্য করে। এছাড়াও খুসকির সমস্যা দূর করে। নিমে থাকা ফ্যাটি অ্যাসিড স্কাল্পকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। কীভাবে নিমের তেল চুলে ব্যবহার করলে চুল আরও স্বাস্থ্যোজ্জ্বল এবং লম্বা হয়ে উঠবে, জেনে নিন-
আরও পড়ুন - পাবলিক টয়লেট থেকে বেরিয়ে আসছে সিংহ! মুহূর্তে ভিডিও ভাইরাল
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন. নিমের তেলের সঙ্গে তুলসী পাতার রস এবং টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই তেল নিয়মিত ব্যবহার করতে অনেক উপকার পাবেন। প্রথমে তুলসি পাতা থেঁতো করে তার রস বের করে নিতে হবে। এবার তাতে ৫ থেকে ৬ ফোঁটা টি ট্রি অয়েল এবং এক চামচ নিমের তেল মিশিয়ে চুল এবং স্কাল্পে ভালো করে লাগিয়ে দিন। সারারাত মাথায় নিমের তেল ব্যবহার করে সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকদিন এই উপকারী তেল চুলে ব্যবহার করলে নিজেই তফাৎটা বুঝতে পারবেন। পাশাপাশি খুসকির সমস্যাও দূর হবে।
আরও পড়ুন - Brain Stroke: রোজকার কোন কোন অভ্যাস নিঃশব্দে ঠেলে দিচ্ছে ব্রেন স্ট্রোকের দিকে?
২. নিমের তেলের সঙ্গে লেবুর রস এবং দই দারুণ উপকারী। প্রথমে চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর চুল শুকিয়ে নিয়ে চুলে এবং স্কাল্পে দই লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার নিমের তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তা চুলে এবং স্কাল্পে ব্যবহার করুন। হালকা হাতে মাথার ত্বকে ম্যাসেজ করুন। এবার সারারাত লাগিয়ে রেখে দিন। পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন। কয়েকদিন এই প্যাক ব্যবহার করলেই চুল উজ্জ্বল হয়ে উঠবে।