Lifestyle Tips: বৃষ্টিতে চামড়ার জুতো ভিজে গেছে ? হতে পারে ত্বকের ক্ষতি, সুরাহা কীসে ?
Tips To Protect Shoes From Rain: হঠাৎ বৃষ্টিতে চামড়া জুতো ভিজে গিয়েছে ? এর থেকে ত্বকের ক্ষতিও হতে পারে। কী করলে এর থেকে সুরাহা পাবেন ?
Tips To Protect Shoes From Rain: হঠাৎ করে না বলেই বৃষ্টি। আর তাতেই কাজে যাওয়ার পথে সাধের জুতোটা গেল ভিজে। জুতো ভিজলে সবসময় চিন্তার কিছু থাকে না। কিন্তু জুতোটা যদি চামড়ার হয়, তখনই মায়া লাগে। কারণ এই ধরনের জুতোর দামটাও বেশি। আবার অল্প একটুতেই বড় ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই অবস্থায় জুতো বাঁচাতে কয়েকটি উপায় অবলম্বন করে দেখতে পারেন। এগুলি থাকলে জুতোকে বৃষ্টির জল থেকে অনায়াসেই বাঁচানো সম্ভব।
বৃষ্টির কবল থেকে জুতো বাঁচানোর উপায়
নারকেল তেল - কথায় বলে তেলে জলে মিশ খায় না। সেই তেলের গুণেই বৃষ্টির জল থেকে রক্ষা পাবে জুতো। নারকেল তেল শুকনো জুতোর মধ্যে লাগিয়ে নিতে হবে ভালভাবে। যেই অংশে সেলাই ও জোড় রয়েছে, সেখানেও তেল যত্ন নিয়ে লাগিয়ে নিতে হবে। তাহলেই বৃষ্টিতে জুতোর সমস্যা হবে না।
মৌমোম - মৌমোম অর্থাৎ মৌচাকের মোম। সবরকম জুতোর জন্যই এটি বেশ উপযোগী। প্রথমে এটি কিছুটা উষ্ণ করে নিতে হবে। এর পর উষ্ণ অবস্থাতেই জুতোর উপর ক্রিমের মতোই লাগিয়ে নিতে হয় এটি। কোথাও যেন ফাঁক না থাকে। যে অংশে জোড় ও সেলাই রয়েছে, সেখানে একটু বেশি যত্ন নিয়ে লাগাতে হবে মৌমোম। এর পর শুকিয়ে গেলে অতিরিক্ত অংশটি তুলে ফেলে দিতে হবে।
মোম - মৌমোমের বদলে সাধারণ মোমও বেশ ভাল কাজ দেয়। সাধারণ মোম ঘষতে হবে জুতোর সমস্ত অংশে। আগের মতোই জোড় ও সেলাইয়ের অংশে বেশি করে লাগাতে হবে। এর পর অতিরিক্ত লেগে থাকা মোম সাবধানে চেঁছে ফেলে দিতে হবে।
ওয়াটারপ্রুফিং ক্রিম - জুতোর জন্য আলাদা করে ওয়াটারপ্রুফিং ক্রিম পাওয়া যায়। পলিশের পাশাপাশি সেটিও কিনে রেখে দিতে পারেন। এই ক্রিমটি একটু গাঢ় রঙের জুতোর জন্য় সেরা কাজ দেয়। স্টিচ করা অংশ দিয়ে সাবধানে এই ক্রিম লাগাতে হবে।
স্বাস্থ্যের জন্যও জুতো বাঁচানো জরুরি
জুতো ভিজে গেলে তা থেকে পা ভিজে যায়। ভিজে পায়ে ছত্রাকজনিত রোগ হওয়ার আশঙ্কা থাকে। আশঙ্কা থাকে জীবাণু সংক্রমণের। তাই পায়ের স্বাস্থ্য বাঁচাতেও জুতো বাঁচানো জরুরি।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Dark Chocolate: ইনসুলিনের ক্ষমতা বাড়ায় ডার্ক চকোলেট, আর কী উপকার, কতটা খাবেন ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )